দিল্লী বিস্ফোরণের পর কড়া নিরাপত্তা, বাঁকুড়া রেল স্টেশনে স্নিফার ডগ দিয়ে চিরুনি তল্লাশি, রেলের কামরাতেও অভিযান

দিল্লীর লালকেল্লা এলাকায় বিস্ফোরণ কাণ্ডের জেরে জনমানসে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দেশের কোথাও যাতে কোনও প্রকার অশান্তি বা অঘটন না ঘটে, তা নিশ্চিত করার জন্য দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া রেলওয়ে স্টেশনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চিরুনি তল্লাশি চালানো হয়েছে।

তল্লাশি অভিযান ও আরপিএফের বার্তা:

  • স্নিফার ডগ ব্যবহার: রেল সুরক্ষা বাহিনী (RPF) স্নিফার ডগ (Sniffer Dog) নিয়ে সারা স্টেশন চত্বর সহ রেলের কামরায় নিবিড় তল্লাশি চালায়।
  • যাত্রীদের উদ্বেগ: দিল্লী বিস্ফোরণের ঘটনায় এমনিতেই আতঙ্কগ্রস্ত জনমানসে, এই হঠাৎ স্নিফার ডগ নিয়ে তল্লাশির ফলে যাত্রীরা প্রথমে উদ্বিগ্ন হয়ে ওঠেন।
  • আরপিএফের আশ্বাস: পরে রেল সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে যাত্রীদের জানানো হয় যে জনমানসে ভীতি ও আতঙ্ক দূর করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরপিএফের এই আশ্বাসের পর যাত্রীরা স্বস্তি ফিরে পান।

দেশের গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy