বুধবার ভোরে নাগেরবাজার উড়ালপুলে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিবরণ:
- সময় ও স্থান: এ দিন ভোররাতে দুর্ঘটনাটি ঘটে নাগেরবাজার উড়ালপুলের উপরে।
- গতি ও নিয়ন্ত্রণ হারানো: পুলিশ সূত্রে খবর, মল রোডের দিক থেকে একটি মোটরসাইকেল নাগেরবাজার উড়ালপুল ধরে দমদম পার্কের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের গতি এতটাই বেশি ছিল যে উড়ালপুলের উপরেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
- মর্মান্তিক পরিণতি: মোটরসাইকেলের গতি এতটাই বেশি ছিল যে আরোহীদের মধ্যে এক যুবক উড়ালপুলের উপর থেকে উড়ে গিয়ে নীচের রাস্তায় পড়েন, এবং অন্যজন উড়ালপুলের উপরেই পড়ে থাকেন।
- উদ্ধারকার্য: পরে পুলিশ এসে দু’জনকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
মৃতদের পরিচয় ও অসতর্কতা:
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই যুবকের কারও মাথাতেই হেলমেট ছিল না। মৃত দুই যুবকই দমদমের মল রোডের বাসিন্দা। তাঁদের নাম আকাশ মণ্ডল এবং মুন্না নায়েক, এবং দু’জনেরই বয়স আনুমানিক ২৫ বছর।