দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের জেরে সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে বুধবার দেশের বিমানবন্দরগুলিতে পর পর দুটি বোমাতঙ্কের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে হুমকি:
- বুধবার বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) উড়ানে বোমা রাখার হুমকি দেওয়া হয়।
- এই হুমকি পাওয়ার পরেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দ্রুত সরকার নিযুক্ত বোমার হুমকি পর্যবেক্ষণ কমিটিকে (Bomb Threat Assessment Committee) খবর দেয়।
- এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন, “বারাণসী যাওয়ার পথে আমাদের এক উড়ানে নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়। প্রোটোকল অনুযায়ী অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। দ্রুত নিরাপত্তা বিষয়ক সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
- তিনি আরও জানান, “উড়ান নিরাপদেই অবতরণ করেছে। সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিমানে সত্যিই বোমা আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর তবেই এই বিমানটিকে ফের উড়ানের অনুমতি দেওয়া হবে।”
ইন্ডিগোর উড়ানেও হুমকি:
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে বোমাতঙ্কের মধ্যেই ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo) উড়ানেও নিরাপত্তা সংক্রান্ত হুমকি দেওয়া হয়েছে। দেশের অন্যতম প্রধান পাঁচটি শহর—দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ ও তিরুঅনন্তপুরমে—ইন্ডিগোর উড়ানে নিরাপত্তা সংক্রান্ত হুমকি দেওয়া হয়। ফলে এই বিমানবন্দরগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। (অন্যান্য সূত্র অনুযায়ী, কলকাতা বিমানবন্দরও এই তালিকায় রয়েছে।)