মনোহরলাল কাণ্ডে মোনিকা রাজপুরোহিতের ভাইরাল ভিডিও, ভুল তথ্যের শিকার নেটিজন

সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধাকড়ের দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে কাণ্ডের সঙ্গে সম্পর্কিত একটি ক্রন্দনরত মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকরভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ওই মহিলা মনোহরলাল ধাকড়ের সঙ্গে অশালীন কাজ করতে বাধ্য হওয়ার কথা স্বীকার করেছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তবে, বুম যাচাই করে দেখেছে যে ভাইরাল ভিডিওর মহিলা রাজস্থানের নেটপ্রভাবী মোনিকা রাজপুরোহিত এবং তার সঙ্গে মনোহরলাল ধাকড়ের এক্সপ্রেসওয়ে কাণ্ডের কোনও যোগ নেই।

ঘটনার সূত্রপাত, যখন মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধাকড়ের একটি মহিলার সঙ্গে প্রকাশ্যে অশালীন অবস্থায় থাকার ভিডিও সামনে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধাকড় ও তার সঙ্গিনীর বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে। ধাকড়কে গ্রেফতার করা হলেও, গত ২৬ মে তিনি জামিনে ছাড়া পান। তবে, ধাকড়ের সঙ্গিনীকে এখনও গ্রেফতার করা যায়নি। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ১৬ সেকেন্ডের একটি ক্রন্দনরত মহিলার ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে হিন্দিতে কথা বলতে শোনা যায়।

একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “হাইওয়ের হিরো #মনোহরলালের বাসনার শিকার রাজস্থানের #বিকানেরের ওই মহিলা কেঁদে কেঁদে ভিডিও করে বলছে তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ওরকম কাজ করেছে #মনোহরলাল ধাকড়।”

সত্যতা যাচাইয়ে বুম:

বুম ভাইরাল দাবিটি যাচাই করতে গিয়ে দেখে যে বেশ কয়েকটি পোস্টে ভিডিওর মহিলাকে ‘বিকানের কী শেরনি’ বলে চিহ্নিত করা হয়েছে। এরপর, ‘বিকানের কী শেরনি’ লিখে গুগল কিওয়ার্ড সার্চ করে জানা যায়, ভিডিওটি উল্লিখিত নামে পরিচিত নেটপ্রভাবী মোনিকা রাজপুরোহিতের।

তদন্তে আরও উঠে আসে যে, ভিডিওটি ২০২৪ সালের অগাস্ট মাসের। সেই সময় ইনস্টাগ্রামে মাদকদ্রব্যের প্রচারের অভিযোগে রাজস্থান পুলিশ মোনিকাকে গ্রেফতার করেছিল। এই ঘটনা সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদনও পাওয়া যায়। ২০২২ সালের ২২ অগাস্ট প্রকাশিত জি নিউজের প্রতিবেদন অনুসারে, রাজস্থানের বিকানেরে ‘আ বিকানের কী গার্ল’ নামে পরিচিত এক তরুণীকে আফিম খাওয়ার ভিডিও বানানোর দায়ে পুলিশ গ্রেফতার করে। এরপরই, তিনি একটি ভিডিওতে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। প্রতিবেদন থেকে জানা যায়, ‘বিকানের কী শেরনি’ নামে পরিচিত তরুণীর নাম মোনিকা রাজপুরোহিত এবং ঘটনার সময় তার বয়স ২১ বছর ছিল।

নিউজ তকের ২৩ অগাস্ট, ২০২৪-এর প্রতিবেদন থেকে জানা যায়, মোনিকা রাজপুরোহিত জামিনে ছাড়া পেয়ে যাওয়ার পর, পুলিশের বিরুদ্ধে তাকে অত্যাচার ও অহেতুক হেনস্থা করার অভিযোগ করেন। সেসময় এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী মোনিকা রাজপুরোহিতের এই ভাইরাল ভিডিওটির একটি সংক্ষিপ্ত সংস্করণ শেয়ার করেন। ভিডিওতে ক্রন্দনরত অবস্থায় তাকে ব্যাখ্যা করতে শোনা যায় যে তিনি গুড় খাচ্ছিলেন, যেটিকে আফিম বলে একটি ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছিল। লোকমত হিন্দির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৩ আগস্ট আপলোড করা একটি সম্পূর্ণ ভিডিওতে ২ মিনিট ৪২ সেকেন্ড থেকে ভাইরাল ক্লিপটি দেখা যায়।

সুতরাং, ভাইরাল হওয়া ভিডিওটি মনোহরলাল ধাকড় কাণ্ডের সঙ্গে সম্পর্কিত নয়। এটি মোনিকা রাজপুরোহিতের পুরোনো একটি ভিডিও, যা ভিন্ন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল। ব্যবহারকারীরা ভুল তথ্য শেয়ার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy