রান্নাঘরে বন্দি থেকে মারধর! প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক অভিযোগে এবার পাল্টা মামলা কুমার শানুর

বলিউডের মেলোডি কিং কুমার শানুর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, গর্ভাবস্থায় থাকাকালীন শানু তাঁর ওপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। রীতার দাবি, তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, এমনকি রান্নাঘরেও বন্দি করে রাখা হতো। শুধু তাই নয়, শানুর একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে সরব হওয়ার পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি।

এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে চুপ থাকেননি কুমার শানুও। নিজের ভাবমূর্তি রক্ষার জন্য প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি। শানুর অভিযোগ, তাঁর ইমেজ নষ্ট করতেই রীতা পরিকল্পিতভাবে এই মিথ্যা রটাচ্ছেন। গত ১৭ ডিসেম্বর মামলার শুনানিতে শানুর তরফে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। যদিও রীতার দাবি সম্পূর্ণ আলাদা; তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, শানু নাকি তাঁর কাছে ৫০ কোটি টাকা দাবি করেছেন! রীতা বিস্ময় প্রকাশ করে বলেন, “আমি অবাক যে উনি নিজের তিন প্রাপ্তবয়স্ক সন্তানের মায়ের থেকে এত টাকা কীভাবে দাবি করেন।” বর্তমানে এই আইনি লড়াই ও কাদা ছোড়াছুড়ি বিনোদন জগতের হট টপিক হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy