বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের উত্থানের গল্প সত্যিই কোনো সিনেমার চেয়ে কম নয়। সম্প্রতি প্রযোজক বিবেক বাসওয়ানি এক সাক্ষাৎকারে শাহরুখের কেরিয়ারের শুরুর দিকের এক বিরল কাহিনি ফাঁস করলেন, যা এখন ভাইরাল। কীভাবে হেমা মালিনী তাঁর প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’-এর জন্য শাহরুখকে সই করিয়েছিলেন, সেই গল্পই বললেন তিনি।
শাহরুখের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে রেডিও নাশার সঙ্গে কথা বলার সময় বিবেক বাসওয়ানি সেই দিনটির কথা স্মরণ করেন, যখন শাহরুখ মুম্বইয়ে প্রথম সুযোগের খোঁজে তাঁর বাড়িতে থাকতেন। ঠিক তখনই আসে হেমা মালিনীর অপ্রত্যাশিত ফোন কল।
‘হেমা মালিনী কে?’
বিবেক বাসওয়ানি বলেন, “সেদিন প্রথম বুঝলাম আমি সত্যি ইন্ডাস্ট্রিতে আছি। হেমা মালিনী আমাদের বাড়িতে ফোন করলেন। আমার বাবা ফোন ধরলেন। হেমা মালিনী নিজের পরিচয় দিতেই বাবা জিজ্ঞেস করলেন, ‘হেমা মালিনী কে?’ তিনি জবাব দিলেন, ‘হেমা মালিনী, সুপারস্টার।’ বাবা কলার ধরে আমাকে ঘুম থেকে তুলে বললেন, হেমা মালিনী লাইনে আছেন।”
হেমা মালিনী তখন শাহরুখের খোঁজ নিয়ে জিজ্ঞেস করলেন, “ওই ছেলেটা, শাহরুখ খান, সে কি এখনও তোমার বাড়িতেই ঘুমোচ্ছে?” বিবেক ‘হ্যাঁ’ বলায় হেমাজি নির্দেশ দিলেন শাহরুখকে ডেকে দিতে। হেমাজি শুধু বললেন, বিকেল ৫টার মধ্যে যেন তাঁর বাড়িতে আসে, এবং সঙ্গে সঙ্গেই ফোন রেখে দিলেন।
আমির-সলমনের ‘না’
বিবেক ও শাহরুখ যখন নার্ভাস হয়ে হেমাজির বাড়িতে পৌঁছান, তখন সেখানে তারা দেখেন সামনের সোফায় খবরের কাগজ পড়ছেন স্বয়ং ধর্মেন্দ্র!
এরপর আসল কারণটি প্রকাশ করেন হেমা মালিনী। বিবেক অবাক হয়ে জানতে চান কেন তিনি শাহরুখকে চান। হেমাজির উত্তর ছিল, “আমির খান আর সলমন খান দুজনেই ‘না’ করে দিয়েছে।”
তখন শাহরুখের কেরিয়ারের কথা ভেবে বিবেক মিথ্যা বলার সিদ্ধান্ত নেন। তিনি হেমাজিকে বোঝান যে রাকেশ রোশন ও রমেশ সিপ্পি ইতোমধ্যে শাহরুখকে সই করিয়েছেন। এরপর হেমা মালিনী ৫০ হাজার টাকা পারিশ্রমিক ঠিক করে বলেন, “আমি হেমা মালিনী, সুতরাং কোনও প্রশ্ন করার সুযোগ নেই।”
এভাবেই ১৯৯২ সালে মুক্তি পায় হেমা মালিনী পরিচালিত শাহরুখের প্রথম ছবি ‘দিল আশনা হ্যায়’। যদিও তাঁর আনুষ্ঠানিকভাবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ছিল ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’, তবুও প্রথম সই ও শুটের কাজ শুরু হয় হেমাজির এই ছবিটি দিয়েই।