বিহারে প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার পর দেশজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে লালু প্রসাদ যাদব এবং নির্বাচন কমিশনের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার পশ্চিমবঙ্গের বিজেপিও সিআর (Continuous Revision) প্রক্রিয়ার দাবি তোলায় রাজ্যের অনেকের মধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদি বাংলায় সত্যিই এই প্রক্রিয়া শুরু হয়, তবে কীভাবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজে পাওয়া যাবে, তা নিয়ে অনেকেই চিন্তিত। নিচে সেই প্রক্রিয়া বিশদভাবে তুলে ধরা হলো।
অনলাইনে ভোটার তালিকা ডাউনলোড করে নাম অনুসন্ধান
১. প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/download-eroll লিঙ্কে যেতে হবে।
২. এরপর আপনার রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা এবং SIR 2025 নির্বাচন করে ক্যাপচা পূরণ করুন।
৩. নির্দিষ্ট পার্ট নম্বর এবং পার্ট নাম নির্বাচন করতে হবে।
৪. ‘ডাউনলোড’ অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে।
৫. ডাউনলোড করা তালিকায় ক্রমিক সংখ্যা অনুসারে আপনি আপনার নাম খুঁজে নিতে পারবেন।
সরাসরি অনলাইনে নাম খোঁজার পদ্ধতি
১. https://www.nvsp.in ওয়েবসাইটে যান এবং ‘ভোটার লিস্ট সার্চ’ অপশনে ক্লিক করুন।
২. আপনার নাম, বয়স এবং জেলা নির্বাচন করে ‘সার্চ’ বাটনে ক্লিক করুন।
৩. বুথ, সিরিয়াল নম্বর এবং EPIC নম্বর মিলে গেলে আপনি আপনার নাম খুঁজে পাবেন।
মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম খোঁজা
১. ‘ভোটার হেল্পলাইন’ অ্যাপটি ডাউনলোড করুন।
২. অ্যাপে ‘ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করুন।
৩. আপনার নাম অথবা EPIC নম্বর ব্যবহার করে সার্চ করতে পারবেন।
SMS এর মাধ্যমে তথ্য পেতে
১. আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে EPIC নম্বরটি টাইপ করুন।
২. এই মেসেজটি 7738299899 নম্বরে পাঠান।
৩. যদি আপনার নাম তালিকায় থাকে, তাহলে প্রয়োজনীয় তথ্য মেসেজের মাধ্যমে চলে আসবে।
সার্বিক পদ্ধতি
১. প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/-এ যান।
২. সেখানে গিয়ে electors এ ক্লিক করুন, তারপর search name in voter list-এ ক্লিক করুন।
৩. একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনার EPIC নম্বর এবং রাজ্য নির্বাচন করতে হবে। ভাষা পরিবর্তনেরও বিকল্প থাকবে।
৪. ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করুন।
৫. এরপর ‘সার্চ বাই ডিটেলস’ অথবা ‘সার্চ বাই মোবাইল’ অপশনে ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।