লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে বড় স্কোরের সুযোগ হাতছাড়া করল পাকিস্তান। সেনুরান মুথুস্বামীর ক্যারিয়ার সেরা ৬ উইকেটের দাপটে প্রথম ইনিংসে পাকিস্তান ৩৭৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ৮১ রান।
পাকিস্তানের ব্যাটিং ধস:
খেলার দ্বিতীয় দিন, ৫ উইকেটে ৩১৩ রান নিয়ে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। কিন্তু মাত্র ৬৫ রানের মধ্যেই তারা বাকি উইকেটগুলিও হারিয়ে ফেলে। পাকিস্তানের পক্ষে সলমন আগা ও ইমাম-উল-হক দুজনেই ৯৩ রান করে সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া মহম্মদ রিজওয়ান ৭৩ এবং শান মাসুদ ৭৬ রান করেন। তবে দলের অধিনায়ক বাবর আজম মাত্র ২৩ রানে সাইমন হার্মারের বলে এলবিডব্লিউ হন।
মুথুস্বামীর বলে উইকেটকিপার কাইল ভেরেইনের হাতে ক্যাচ দেন মহম্মদ রিজওয়ান। একই ওভারে মুথুস্বামী নুমান আলি (০) এবং সাজিদ খানকেও (০) আউট করে পাকিস্তানের ইনিংসে কার্যত নিশ্চিত পতন নামিয়ে আনেন। শেষদিকে শাহীন আফ্রিদিকেও ৭ রানে ফেরান তিনি। সলমন আগা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে তিনটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে দলের রানকে সম্মানজনক জায়গায় নিয়ে যান। তাঁকে আউট করেন প্রেনেলান সুব্রায়েন।
এর আগে, মাত্র ২ রান থাকতেই আবদুল্লাহ শফিকের (২) উইকেট হারায় পাকিস্তান। এরপর ইমাম-উল-হক ও শান মাসুদ ১৬১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ব্রেক-থ্রু এনে দেন সুব্রায়েন।
দক্ষিণ আফ্রিকার জবাব:
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে। অধিনায়ক এইডেন মার্করাম ২০ রানে হাসান আলির বলে ফিরে গেলেও, রায়ান রিকেলটন ৩৭ রানে এবং টনি ডে জোরজি ১ রানে অপরাজিত আছেন। উইয়ান মুল্ডার ১৭ রান করে সাজঘরে ফিরেছেন। সেনুরান মুথুস্বামীর স্পিন জাদুতে ভর করে দ্বিতীয় দিনের শেষে ম্যাচে নিজেদের অবস্থান অনেকটাই শক্তিশালী করেছে দক্ষিণ আফ্রিকা।