বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা লিওনেল মেসি ১৪ বছর পর ফের একবার ভারত সফরে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাঁর এই বহু প্রতীক্ষিত সফর। কলকাতা, মুম্বই, দিল্লি এবং আহমেদাবাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই সফরে মেসি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট মহাতারকা সচিন তেন্ডুলকর ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও দেখা করবেন।
কলকাতা থেকে শুরু মেসির ‘GOAT’ সফর
মেসির ভারত সফর শুরু হচ্ছে আগামী ১৩ই ডিসেম্বর, কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে।
GOAT কনসার্ট ও GOAT কাপ: কলকাতায় আয়োজিত হবে ‘GOAT কনসার্ট’ এবং ‘GOAT কাপ’।
মাঠে তারকা সমাগম: খবর রয়েছে, এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজের মতো ভারতীয় কিংবদন্তিদের সঙ্গে তিনি মাঠে নামতে পারেন।
বিশেষ আকর্ষণ: কলকাতায় মেসির জন্য আসাম চা সহ বিশেষ খাবারের আয়োজন করা হবে বলেও জানা যাচ্ছে।
টিকিটের দাম: টিকিটের দাম ₹৩৫০০ টাকা থেকে শুরু হতে পারে।
মুম্বই ও দিল্লিতে মেগা ইভেন্ট
কলকাতার পর মেসি মুম্বই, দিল্লি এবং আহমেদাবাদেও বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন:
মুম্বই: মুম্বইতে মেসি ‘সঙ্গীত GOAT কাপ’-এর অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানে শাহরুখ খান, সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনির মতো বলিউড তারকা ও ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই সফরে ফুটবল মাস্টারক্লাসও থাকবে।
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: আগামী ১৫ই ডিসেম্বর, লিওনেল মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। দিল্লি এবং আহমেদাবাদেও তাঁর অনুষ্ঠান রয়েছে।
এর আগে ২০১১ সালে শেষবার ভারতে এসেছিলেন মেসি। দীর্ঘ ১৪ বছর পর তাঁর এই সফর ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে।