ডাবল সেঞ্চুরি হাতছাড়া! কোপ পড়ল অধিনায়ক গিলের ভুলে? যশস্বী জয়সওয়ালের হতাশা ঘিরে তোলপাড়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন বিরাট ধাক্কা খেল ভারত। একটুর জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করলেন তরুণ তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২৫ রানের কম থাকতেই তাঁকে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হলো।

গিল-যশস্বী ভুল বোঝাবুঝি

দ্বিতীয় দিনের খেলার প্রথম ঘণ্টাতেই এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। দিনের শুরুতেই অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) সঙ্গে এক ভুল বোঝাবুঝির শিকার হন যশস্বী। সকালে মাত্র ২ রান যোগ করেই তেজনারায়ণ চন্দরপলের (Tagenarine Chanderpaul) সরাসরি থ্রো-তে রান আউট হয়ে যান তিনি।

আউট হওয়ার পর বাঁহাতি এই ওপেনারকে বেশ হতাশ দেখায়। নিজের মাথা হাত দিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। ডাবল সেঞ্চুরির দোরগোড়া থেকে এমনভাবে আউট হওয়ায় তিনি যে মানসিক ভাবে ভেঙে পড়েছেন, তা স্পষ্ট ছিল। এরপর সাজঘরে ফেরার সময় যশস্বীকে অধিনায়ক গিলের সঙ্গে কথা বলতেও দেখা যায়, সম্ভবত তিনি ভুলটি বোঝার চেষ্টা করছিলেন।

লাঞ্চের স্কোর ও গিলের শতরান

যশস্বীর আউটের পর অবশ্য দলের রানের গতি ধরে রেখেছেন অধিনায়ক শুভমন গিল। লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের স্কোর: ৪২৭/৪।

দিনের বিরতিতে শুভমন গিল (Shubman Gill) ৭৫ রানে ব্যাটিং করছেন এবং তাঁর শতরানের দিকে দ্রুত এগিয়ে চলেছেন। অন্যদিকে, তাঁর সঙ্গে ৭ রান করে ব্যাটিং করছেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল (Dhruv Jurel)।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy