নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচে পুরোপুরি চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দাপটে বিশাল রানের পাহাড় গড়ে ভারত। এরপর তৃতীয় দিনেও শুরু হয়েছে ভারতীয় স্পিনারদের দাপট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে।
প্রথম ইনিংসে গুঁড়িয়ে যায় ক্যারিবিয়ানরা
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতীয় পেসার মহম্মদ সিরাজের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ানরা। সিরাজ একাই তুলে নেন ৪টি উইকেট। যশপ্রীত বুমরা নেন ৩টি এবং কুলদীপ যাদব দখল করেন ২টি উইকেট। ফলস্বরূপ, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন জাস্টিন গ্রিভস।
৩ সেঞ্চুরিতে ভারতের ‘ডিক্লেয়ার’
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম দিনের শেষে ভারত ২৮৬ রানে এগিয়ে ছিল। দলের হয়ে তিনটি গুরুত্বপূর্ণ সেঞ্চুরি আসে:
কেএল রাহুল: ১০০ রান।
ধ্রুভ জুরেল: ১২৫ রান (তরুণ প্রতিভার গুরুত্বপূর্ণ অবদান)।
রবীন্দ্র জাদেজা: ১০৪ রানে অপরাজিত।
এছাড়া, অধিনায়ক শুভমান গিল ৫০ রান করেন।
দ্বিতীয় ইনিংসেও একই দশা!
তৃতীয় দিনে ২৮৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। কিন্তু ফের একবার ভারতীয় বোলারদের দাপটে নাস্তানাবুদ হলো তারা। প্রথম সারির ৫ ব্যাটসম্যান মাত্র ৩১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান। জন ক্যাম্পবেল ১৪, ট্যাগনারাইন চন্দ্রপল ৮, ব্র্যান্ডন কিং ৫ এবং অধিনায়ক রোস্টন চেজ মাত্র ১ রান করে আউট হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেট হারিয়ে ৮৯ রান। অ্যালেক অ্যাথানেজে ৩৮ রানে এবং জাস্টিন গ্রিভস ২২ রানে অপরাজিত থেকে কিছুটা লড়াই চালাচ্ছেন। ভারতের হয়ে এই ইনিংসে স্পিনার রবীন্দ্র জাদেজা একাই নিয়েছেন ৩টি উইকেট। বাকি উইকেটগুলি পেয়েছেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। ভারতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা।