‘তিন বছর বয়স থেকে ব্যাটিং করছি, তাই জেতানোই আসল’! অধিনায়ক হিসেবে সাফল্যের পর শুবমান গিলের তাৎপর্যপূর্ণ মন্তব্য

দেশের মাটিতে টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ খেলতে নেমেই দলকে ২-০ ফলে জেতালেন শুবমান গিল (Shubman Gill)। ইংল্যান্ড সফরের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও (India vs West Indies) অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। মঙ্গলবার সকালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে জয় নিশ্চিত হতেই এবার সামনে অস্ট্রেলিয়া সফর (India vs Australia)।

অস্ট্রেলিয়া সফর নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে শুবমান গিল বলেন, “আমাদের দীর্ঘ বিমানযাত্রা করতে হবে। আমরা হয়তো উড়ানেই পরিকল্পনা সেরে নেব।” কারণ, রবিবারই ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। হাতে সময় নেই বললেই চলে।

‘আমি সব সময় দলকে জেতানোর কথাই ভাবি’
অধিনায়কত্বের চাপ সত্ত্বেও নিজের ব্যাটিংয়ের মানসিকতা প্রসঙ্গে শুবমান গিল বলেন, “আমি তিন-চার বছর বয়স থেকে ব্যাটিং করছি। ফলে আমি যখনই ব্যাটিং করতে যাই, তখন একজন ব্যাটার হিসেবে সিদ্ধান্ত নিই। আমি সব সময় ভাবি কীভাবে দলকে ম্যাচ জেতাতে পারব। একজন ব্যাটার হিসেবে আমি সব সময় শুধু সে কথাই ভাবি।”

অধিনায়ক হিসেবে সাফল্য পেয়ে তৃপ্ত শুবমান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় প্রসঙ্গে শুবমান গিল নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভারতকে নেতৃত্ব দেওয়া সত্যিই বড় সম্মানের বিষয়। আমি এতে অভ্যস্ত হয়ে উঠছি। সব খেলোয়াড়কে সামলানো, দলকে নেতৃত্ব দেওয়া বিরাট সম্মানের বিষয়।”

তিনি আরও জানান, মাঠে সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়াটাই আসল। “আমি পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। পরিস্থিতি অনুযায়ী কখনও কখনও সাহসী সিদ্ধান্ত নিতে হয়। কোন খেলোয়াড় সেই পরিস্থিতিতে রান করতে পারে বা উইকেট নিতে পারে, সে কথা ভাবতে হয়,”— বললেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy