টি-২০ ক্রিকেটে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা, সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন ভারতের ওপেনারের

ভারতের বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা আইসিসি টি-২০ ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে এক অভূতপূর্ব ইতিহাস তৈরি করেছেন। তিনি টি-২০ ক্রিকেটে ‘সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্ট’ অর্জন করে প্রায় পাঁচ বছরের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন।

রেকর্ড ভাঙলেন অভিষেক
২০২০ সালে ইংল্যান্ডের ডানহাতি ক্রিকেটার ডেভিড মালান ৯১৯ পয়েন্টের যে রেটিং অর্জন করেছিলেন, অভিষেক শর্মা এবার সেই পয়েন্টকেও ছাড়িয়ে গিয়েছেন। এর মাধ্যমে টি-২০ ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিনি তাঁর লিড অনেকটাই বাড়িয়ে নিয়েছেন।

এশিয়া কাপে দাপট: অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে এই দুর্দান্ত রেকর্ড গড়লেন অভিষেক। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনি ৪৪.৮৫ গড়ে ৩১৪ রান করে ‘সিরিজের সেরা’ হন। তাঁর এই পারফরম্যান্সই তাঁকে এই ঐতিহাসিক রেকর্ডের দিকে নিয়ে গেছে।

বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রদবদল
অন্যদিকে, বোলিং র‍্যাঙ্কিংয়েও ভারতের দাপট অব্যাহত রয়েছে।

বোলিংয়ে শীর্ষস্থান: ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৭ উইকেট নিয়ে টি-২০ ক্রিকেটে এক নম্বর বোলার হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন। অপরদিকে, কুলদীপ যাদব, শাহীন আফ্রিদি এবং রিশাদ হোসেনও র‍্যাঙ্কিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চমক: এই র‍্যাঙ্কিংয়ে বড়সড় রদবদল ঘটেছে। পাকিস্তানের সাইম আইয়ুব ভারতের হার্দিক পান্ডিয়াকে পিছনে ফেলে প্রথমবারের জন্য অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন। সাইম আইয়ুব সদ্য সমাপ্ত এশিয়া কাপে আটটি উইকেট নিয়েছেন।

সব মিলিয়ে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতীয় খেলোয়াড়দের দাপট অব্যাহত রয়েছে, যার কেন্দ্রে এখন তরুণ তুর্কি অভিষেক শর্মা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy