১৯,৬৫০ কোটির নভি মুম্বই বিমানবন্দরে শুরু বাণিজ্যিক যাত্রা, কী সুবিধা পাবেন যাত্রীরা?

বড়দিনের সকালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল মহারাষ্ট্র। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে উড়ান পরিষেবা চালু হল নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে। উৎসবের মেজাজে এদিন সকালেই বিমানবন্দরের বাণিজ্যিক যাত্রা শুরু হয়। আপাতত শুধুমাত্র অভ্যন্তরীণ বা ডোমেস্টিক ফ্লাইটের জন্যই এই বিমানবন্দরের দরজা খুলে দেওয়া হয়েছে।

প্রথম বিমানের আগমন ও উদযাপন: বৃহস্পতিবার সকাল ৮টায় বেঙ্গালুরু থেকে ইন্ডিগোর (IndiGo) প্রথম বিমানটি রানওয়ে স্পর্শ করতেই করতালিতে ফেটে পড়েন উপস্থিত সকলে। নতুন এই যাত্রার শুভসূচনা করতে বিমানবন্দরেই নারকেল ফাটানো হয় এবং কেক কেটে মিষ্টিমুখ করেন কর্মীরা। ১৯৭৭ সালে প্রথম পরিকল্পনা করা হলেও নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ২০২৫-এর বড়দিনে সফল হল এই প্রকল্প।

পরিষেবার সময়সীমা ও পরিকাঠামো: বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত উড়ান চলাচল করবে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সূচি বজায় থাকবে এবং তারপর ধীরে ধীরে ২৪ ঘণ্টার পরিষেবা শুরু হবে। বর্তমানে প্রতিদিন ১৫টি উড়ান ওঠানামা করবে, যদিও দিনে ২৪টি উড়ান চালানোর মতো পরিকাঠামো ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে।

মালিকানা ও ভবিষ্যৎ লক্ষ্য: ১৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের এক অনন্য উদাহরণ। আদানি গ্রুপের হাতে রয়েছে এই বিমানবন্দরের ৭৪ শতাংশ মালিকানা এবং বাকি ২৬ শতাংশ রয়েছে মহারাষ্ট্র সরকারের ‘সিডকো’-র (CIDCO) হাতে। প্রাথমিকভাবে বছরে ২ কোটি যাত্রীকে পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকলেও, ভবিষ্যতে বছরে ৯ কোটি যাত্রীর লক্ষ্যমাত্রা স্থির করেছে কর্তৃপক্ষ। এর ফলে মুম্বইয়ের মূল বিমানবন্দরের ওপর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy