SIR ইস্যুতে তুমুল হট্টগোল, স্লোগান উঠল ‘ভোট চোর, গদি ছোড়’! বিরোধীদেড় বিক্ষোভ

সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে আলোচনার দাবিতে বিরোধীরা তুমুল হট্টগোল শুরু করলে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। শীতকালীন অধিবেশন শুরুর পর থেকেই SIR ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

সংসদ চত্বরে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ

মঙ্গলবার অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই সংসদের দুই কক্ষেই বিরোধীরা আলোচনা চেয়ে সরব হন। কংগ্রেস প্রেসিডেন্ট ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী, সাংসদ রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর, বাপি হালদার এবং ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা প্ল্যাকার্ড হাতে লোকসভার বাইরে বিক্ষোভ দেখান।

  • দাবি: মল্লিকার্জুন খাড়্গে সরাসরি দাবি করেন, ‘এখনই SIR নিয়ে আলোচনা করতে হবে।’

  • স্লোগান: বিক্ষোভকারীরা ‘ভোট চোর, গদি ছোড়’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন।

কেন্দ্রীয় মন্ত্রীর কড়া জবাব

বিরোধীদের বিক্ষোভের মুখে রাজ্যসভায় সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বিরোধীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন:

“বিরোধী রাজনৈতিক দলগুলিকে দেশের জনতা বিশ্বাস করে না। তাই বারবার বিরোধী দলগুলি ভোটে হারে। তার পরে এরা নিজেদের রাগ, ক্ষোভ উগরে দেয় সংসদের ভিতরে এসে।”

রিজিজু আরও বলেন, বিরোধীরা SIR ইস্যুতে আলোচনা চাইলে সরকার প্রস্তুত, কিন্তু সংসদ নিয়ম মেনে চলে। “কিন্তু এখনই আলোচনা করা হোক বললেই আলোচনা করা যায় না।”

প্রধানমন্ত্রী মোদীর বার্তা

উল্লেখ্য, সোমবার শীতকালীন অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “নাটক করার অনেক জায়গা আছে। সেখানে গিয়ে করুন। সংসদ নাটক করার জায়গা নয়।” প্রধানমন্ত্রীর এই বার্তার পাল্টা হিসাবে প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছিলেন, মানুষের সমস্যার কথা সংসদে তুলে ধরা কি ‘ড্রামা’? এ দিনও বিরোধীরা আলোচনার দাবিতে অনড় থাকেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy