২০ জানুয়ারির মধ্যে আইএসএল? FSDL ও ক্লাবগুলির সঙ্গে বসছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী!

ভারতীয় ফুটবলের গভীর অচলাবস্থা কাটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ফেডারেশন (AIFF) যখন সমস্যা সমাধানে পুরোপুরি ব্যর্থ, তখন দেশের ফুটবলের স্বার্থরক্ষায় উদ্যোগী হয়েছে কেন্দ্র। সূত্রের খবর, বুধবার দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। এই বৈঠকে এফএসডিএল (FSDL) এবং আইএসএল (ISL) ক্লাবগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই দিনে আই লিগের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এআইএফএফ-এর ব্যর্থতা ও মন্ত্রকের হস্তক্ষেপ:

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ফুটবলের জট কাটানোর ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এখন বিশেষভাবে আগ্রহী। এর আগে ফেডারেশন কর্তারা ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসেও কোনও ফল পাননি। উল্টে আই লিগের ক্লাবগুলি ফেডারেশনের আলোচনা বয়কট করে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া সচিবের সঙ্গে বৈঠক করে এআইএফএফ-এর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক নিজেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

সুপ্রিম কোর্টে শুনানির আগে কেন্দ্রের প্রস্তুতি:

কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্র এই সমস্যা নিয়ে ওয়াকিবহাল। এরপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দু’সপ্তাহ পরে এই ইস্যুতে কেন্দ্রের বক্তব্য শুনবে তারা। সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য পেশ করার আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আইএসএল এবং আই লিগ আয়োজন নিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে কথা বলছে এবং লিগ আয়োজনের খসড়াও চেয়েছে।

ক্লাব ও খেলোয়াড়দের চাপ:

বর্তমানে বিশাল করে আইএসএল আয়োজন করা অসম্ভব মনে হলেও, ফুটবল বন্ধ হয়ে থাকলে ক্লাবগুলি বন্ধ হওয়ার জায়গায় পৌঁছে যাবে। বিদেশি ফুটবলাররাও ক্লাবগুলির ওপর চাপ দিচ্ছেন তাঁদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাই ক্লাবগুলিও চাইছে, দ্রুত আইএসএল-আই লিগ শুরু হোক।

বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে কথা বলার পর পরিস্থিতি বুঝে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক চাইছে, ক্লাবগুলিকে বর্তমান পরিস্থিতি বোঝাতে এবং কোন পরিস্থিতিতে, কীভাবে এই মরসুমের লিগ করা সম্ভব তা জানাতে। একইসঙ্গে কর্পোরেট সংস্থাগুলির ভাবনাও ক্লাবগুলির সামনে তুলে ধরা হবে। ক্লাব এবং ক্রীড়ামন্ত্রক এক অবস্থানে এলে তবেই সুপ্রিম কোর্টে পুরো পরিস্থিতি জানাবে কেন্দ্র।

কবে শুরু হতে পারে লিগ?

প্রাথমিক যে খসড়া তৈরি হচ্ছে, তাতে ২০ জানুয়ারির মধ্যে আইএসএল শুরু করার ভাবনা রয়েছে। কারণ, ১০-১৫ ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার পর লিগে খেলার প্রস্তুতি নিতে ক্লাবগুলিকে ন্যূনতম একমাস সময় দিতেই হবে। তবে কী ফরম্যাটে লিগ হবে তা এখনো চূড়ান্ত নয়। এএফসি স্লট নিশ্চিত করার জন্য এক মরশুমে ২২টি ম্যাচ খেলা জরুরি। সিঙ্গল লেগ ফরম্যাট হলে এই সংখ্যক ম্যাচ খেলা সম্ভব হবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy