১০ ঘণ্টা আগেই কনফার্মেশন! ট্রেনের রিজার্ভেশন চার্ট নিয়ে যুগান্তকারী ঘোষণা, এখনই জেনে নিন সময়সূচি

ট্রেন যাত্রীদের জন্য বছরের অন্যতম সেরা উপহার নিয়ে এল ভারতীয় রেল। ট্রেনের টিকিট কনফার্ম হবে কি না, তা নিয়ে শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ এবার অতীত হতে চলেছে। ট্রেনের ‘রিজার্ভেশন চার্ট’ তৈরির সময়সীমায় আমূল বদল আনল রেল বোর্ড। এবার থেকে ট্রেন ছাড়ার চার ঘণ্টা নয়, বরং সর্বোচ্চ ১০ ঘণ্টা আগেই যাত্রীরা জেনে যাবেন তাঁদের টিকিটের চূড়ান্ত অবস্থা।কেন এই ঐতিহাসিক সিদ্ধান্ত?এতদিন নিয়ম ছিল ট্রেন ছাড়ার মাত্র ৪ ঘণ্টা আগে প্রথম চার্ট তৈরি হবে। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা দূরপাল্লার যাত্রীরা শেষ মুহূর্ত পর্যন্ত চরম অনিশ্চয়তায় ভুগতেন। প্যাকিং করা বা স্টেশনে পৌঁছানোর আগে টিকিট কনফার্ম হবে কি না, তা নিয়ে উদ্বেগে থাকতে হতো। যাত্রীদের এই ভোগান্তি কমাতে এবং যাত্রা পরিকল্পনা আরও স্বচ্ছ করতে এই নয়া নিয়ম কার্যকর করা হয়েছে।চার্ট তৈরির নতুন সময়সূচি (এক নজরে):রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, ট্রেনের সময় অনুযায়ী চার্ট তৈরির সময় ভাগ করে দেওয়া হয়েছে:ট্রেনের সময়চার্ট তৈরির সময়সকাল ৫টা থেকে দুপুর ২টোআগের দিন রাত ৮টার মধ্যে।দুপুর ২টো ১ থেকে রাত ১২টাট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে।রাত ১২টা থেকে ভোর ৫টাট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে।যাত্রীদের কী কী সুবিধা হবে?পরিকল্পিত যাত্রা: টিকিট কনফার্ম হবে কি না তা ১০ ঘণ্টা আগে জানতে পারলে প্যাকিং বা স্টেশনে যাওয়ার প্রস্তুতি নেওয়া সহজ হবে।বিকল্প ব্যবস্থা: যদি দেখা যায় টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা নেই, তবে যাত্রী অনেক আগেভাগেই বাস বা অন্য কোনো বিকল্প যানের কথা ভাবতে পারবেন।হোটেল ও ট্রান্সফার: দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের হোটেল বুকিং বা স্টেশনে পৌঁছানোর জন্য গাড়ি ঠিক করা অনেক বেশি স্বস্তিদায়ক হবে।রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশের সমস্ত জোনাল ডিভিশনকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে দেশের লক্ষ লক্ষ ট্রেন যাত্রীর সফর আরও স্বস্তিদায়ক ও চাপমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy