হোটেলে পার্টি, তার পরেই শুটারকে ভয়ংকর ধর্ষণ! বান্ধবীর ভূমিকা নিয়ে ঘনীভূত রহস্য!

হরিয়ানার ফরিদাবাদে এক ২৩ বছর বয়সি জাতীয় স্তরের শুটারকে ধর্ষণের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। একটি প্রতিযোগিতায় অংশ নিতে এসে হোটেলবন্দি অবস্থায় ওই তরুণী পাশবিক অত্যাচারের শিকার হন বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ এক মহিলাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে।

হোটেল রুমে ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার এক বান্ধবীর সঙ্গে ফরিদাবাদে একটি শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন ওই তরুণী। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার কথা থাকলেও, বান্ধবীর পরিচিত দুই যুবক— সত্যেন্দ্র এবং গৌরবের সঙ্গে দেখা হয় তাঁদের। এরপরই চারজনে মিলে ওই রাতে ফরিদাবাদের একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে হোটেলের দুটি রুম ভাড়া নিয়ে তাঁরা মদ্যপানের আসর বসান। পার্টির মাঝপথেই কিছু কেনাকাটার অজুহাত দিয়ে গৌরবকে সঙ্গে নিয়ে হোটেলের নীচে নেমে যান শুটার তরুণীর ওই বান্ধবী। সেই সুযোগেই ঘরে একা পেয়ে সত্যেন্দ্র ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

বান্ধবীর ভূমিকা নিয়ে প্রশ্ন

ঘটনার পর সরাই খাজা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শুটার। পুলিশ দ্রুত পদক্ষেপ করে হোটেল চত্বর থেকেই সত্যেন্দ্র, গৌরব এবং ওই বান্ধবীকে গ্রেফতার করে। সরাই খাজা থানার আধিকারিক রাকেশ কুমার জানান, এই ঘটনায় ওই বান্ধবীর কী ভূমিকা ছিল এবং এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আদালতের নির্দেশ

ধৃত তিনজনকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ধৃতরা জেল হেফাজতে রয়েছে। এই ঘটনায় ক্রীড়ামহলে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এক সম্ভাবনাময় খেলোয়াড়ের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy