শিল্পের ‘পাওয়ার হাউস’ কলকাতা! সেমিকন্ডাক্টর থেকে এআই— ধনধান্যে নজিরবিহীন প্রেজেন্টেশন দিতে প্রস্তুত নবান্ন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)-এর পরিবর্তে এ বছরে এক ভিন্ন আঙ্গিকে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’ (Business & Industry Conclave)-এর আয়োজন করেছে রাজ্য সরকার। আজ, ১৮ ডিসেম্বর কলকাতার আলিপুরের বিলাসবহুল ধনধান্য স্টেডিয়ামে এই হাই-প্রোফাইল কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিশা খুঁজতেই এই উদ্যোগ।

উপস্থিত থাকছেন দেশি-বিদেশি শিল্পপতিরা
নবান্ন সূত্রে খবর, এই সম্মেলনে অংশ নিতে আসছেন দেশের তাবড় সব শিল্পপতি ও কর্পোরেট জগতের প্রধানরা:

প্রথম সারির শিল্পপতি: হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া এবং উমেশ চৌধুরী।

জিন্দাল ও রিলায়েন্স: জিন্দাল গোষ্ঠীর তরফে পার্থ জিন্দাল (সজ্জন জিন্দালের পুত্র) এবং রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিরা থাকছেন।

টাটা ও আইটি সেক্টর: টাটা মোটরস ও টাটা হিতাচির সিইও-রা ছাড়াও উপস্থিত থাকছেন আইবিএম, ইনফোসিস ও উইপ্রোর মতো আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা।

বিদেশি প্রতিনিধি: ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দূতাবাসের প্রধানরাও এই কনক্লেভে যোগ দিচ্ছেন।

মুখ্যমন্ত্রীর ‘মাস্টারপ্ল্যান’: লক্ষ্য ৮টি শিল্পক্ষেত্র
এবারের কনক্লেভের অন্যতম বিশেষত্ব হলো আটটি নির্দিষ্ট শিল্পক্ষেত্রের ওপর বিশেষ গুরুত্ব আরোপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী এই ক্ষেত্রগুলিকে বাছাই করা হয়েছে এবং এগুলোর সম্ভাবনা তুলে ধরতে বিশেষ ‘প্রেজেন্টেশন’ তৈরি করা হয়েছে। ক্ষেত্রগুলি হলো: ১. ইস্পাত ২. মণি-রত্ন (Gems & Jewellery) ৩. খাদ্য প্রক্রিয়াকরণ (Food Processing) ৪. তথ্যপ্রযুক্তি (IT) ৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ৬. সেমিকন্ডাকটর (Semiconductor) ৭. পর্যটন ৮. বস্ত্রশিল্প

সেমিকন্ডাকটর উৎপাদনে আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবাল ফাউন্ড্রিজ’-এর প্রতিনিধির উপস্থিতি এ রাজ্যের শিল্প মানচিত্রে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে। মূলত নতুন কর্মসংস্থান তৈরি এবং অত্যাধুনিক প্রযুক্তিতে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়াই এই কনক্লেভের মূল লক্ষ্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy