প্রেমিকের ডাকে গিয়েই চরম সর্বনাশ! ভিডিও ফাঁসের হুমকি দিয়ে কিশোরীকে গণধর্ষণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কলেজ পড়ুয়া কিশোরীকে নির্জন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের হাড়হিম করা অভিযোগ উঠল কর্ণাটকে। শুধু শারীরিক নির্যাতনই নয়, কিশোরীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলে লাগাতার ব্ল্যাকমেল। এই ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রেমের ফাঁদ ও ব্ল্যাকমেল

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম বিকাশ, প্রশান্ত এবং চেতন। এরা সকলেই নির্যাতিতার পরিচিত এবং একই এলাকার বাসিন্দা। বেঙ্গালুরু (দক্ষিণ)-এর পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়া জানিয়েছেন, অভিযুক্ত বিকাশের সঙ্গে গত সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর। বিকাশ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে বিকাশের কাছে কিশোরী তার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়েছিল।

নৃশংসতার চরম সীমা

অভিযোগ, গত বুধবার বিয়ের কথা বলার অছিলায় ওই কিশোরীকে অভিযুক্তদের একজনের বাড়িতে ডেকে পাঠানো হয়। সেখানে বিকাশ ছাড়াও উপস্থিত ছিল প্রশান্ত ও চেতন। কিশোরী সেখানে পৌঁছানো মাত্রই তার পুরনো ব্যক্তিগত ছবিগুলো দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করে তারা। দাবি করা হয়, তাদের কথা না শুনলে ছবিগুলো ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হবে। এরপর সেই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তিন বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। পাশবিক অত্যাচারের সেই মুহূর্তটিও তারা ক্যামেরাবন্দি করে রাখে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয় যখন অভিযুক্তরা ওই ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এরপরই কিশোরী ও তার পরিবার মাগাডি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্তে নেমে তিন অভিযুক্তকেই জালে পুরেছে। ধৃতদের মধ্যে বিকাশ ও প্রশান্ত স্থানীয় কলেজেরই পড়ুয়া।

পুলিশ সুপার জানিয়েছেন, নির্যাতিতার বয়ান লিপিবদ্ধ করা হয়েছে এবং তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই ঘটনার পেছনে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। নারী নিরাপত্তা এবং সাইবার অপরাধের এই ভয়ঙ্কর মেলবন্ধন নিয়ে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy