শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বারবার টাকা ফেরত চাইছেন, আর বিধায়ক নির্বিকার। এর পাশাপাশি, ইডির দাবি, বিধায়ক ও তার স্ত্রীর অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে।
ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে?
ভাইরাল ভিডিওটিতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার ঘরে বসে আছেন। উল্টোদিকে থাকা একজন ব্যক্তি বারবার তার কাছে টাকা ফেরত দেওয়ার অনুরোধ করছেন। ওই ব্যক্তির অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে মোটা টাকা নেওয়া হয়েছিল। টাকা ফেরত চাওয়ায় বিধায়ক বলছেন, “টাকা কোথায় পাব?” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, জীবনকৃষ্ণ সাহা অনেক মানুষের থেকে শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।
অ্যাকাউন্টে কোটি কোটি টাকা!
ইডি জানিয়েছে, নিয়োগ দুর্নীতির সময়ে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ২০ লক্ষ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এই টাকা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকেছে। কিন্তু এই টাকার উৎস কী, তা জানতে চাইলে বিধায়ক কোনও সদুত্তর দেননি। ইডির অভিযোগ, জীবনকৃষ্ণ সাহা তদন্তে সহযোগিতা করছেন না।
নাটকীয় গ্রেফতারি!
২০২৩ সালের ১৭ এপ্রিল এসএসসি নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। গ্রেফতারির আগে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআই। তখন তিনি গোয়েন্দাদের হাত থেকে নিজের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। সম্প্রতি ইডি তাকে আবার গ্রেফতার করে। এবারও তিনি মোবাইল ঝোপে ছুঁড়ে ফেলে দেন এবং পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন। তবে ইডি আধিকারিকরা তাকে ধরে ফেলেন।
এই ঘটনাগুলো আমাদের রাজ্যের রাজনীতি এবং নিয়োগ ব্যবস্থায় দুর্নীতির গভীরতা তুলে ধরছে। এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে বলে আপনি মনে করেন?
Tools
Gemini can make mistakes, so double-check it