চিন থেকে ‘মন কি বাত’-এ দেশীয় পণ্য কেনার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সাংহাই কর্পোরেশন সম্মেলনে যোগ দিতে বর্তমানে চিন সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বাইরে থাকলেও তিনি দেশের মানুষের জন্য ‘মন কি বাত’ অনুষ্ঠানটি করতে ভোলেননি। গতকাল, রবিবার, তার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের ১২৫তম পর্ব প্রকাশিত হয়েছে।

‘মন কি বাত’-এ মোদীর বার্তা

এই পর্বে প্রধানমন্ত্রী দেশবাসীকে ‘ভোকাল ফর লোকাল’ অর্থাৎ দেশীয় পণ্য কেনার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “এখন দেশজুড়ে গণেশ উৎসব চলছে। সামনে আরও অনেক উৎসব আসছে। এই সময়ে আমাদের দেশের মানুষের কথা ভুলে গেলে চলবে না।”

মোদী বলেন, উপহার হিসেবে এমন জিনিসই দেওয়া উচিত যা ভারতে তৈরি হয়েছে। দেশের মানুষ যে পোশাক তৈরি করছে, সেটাই পরা উচিত। ঘর সাজানোর জিনিসও দেশেই তৈরি হওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, “জীবনের সমস্ত ক্ষেত্রে সব কিছু স্বদেশী হোক। আর গর্ব করে বলুন, এটা স্বদেশী, দেশের তৈরি।” তার মতে, এই ভাবনাটিই দেশকে এগিয়ে নিয়ে যাবে।

‘আত্মনির্ভর ভারত’ এবং ‘ভোকাল ফর লোকাল’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই দেশীয় পণ্যের ওপর নির্ভরতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। তিনি ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্ন দেখছেন। সম্প্রতি ভারত-পাক সংঘাতের সময়ও দেশবাসী দেখেছে কীভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামগুলো অন্য দেশের অস্ত্রের সঙ্গে পাল্লা দিয়েছে। এমনকি, আমেরিকা যখন বিভিন্ন ভাবে ভারতকে শুল্কের জালে জড়াতে চাইছে, তখনো মোদী ভারতীয় পণ্যের ওপর ব্যবসায়ীদের আস্থা রাখার কথা বলেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy