ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তিনি প্রকাশ্যে বলেছেন, “২০২৬-এ বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া খুলে দেওয়া হবে।”
তাঁর এই মন্তব্যকে ‘জাতীয়তাবাদ নয়, প্রতারণা’ বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার X হ্যান্ডলে কড়া বিবৃতি জারি করে অভিষেক বিজেপি শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
কী বলেছিলেন বিজেপি সাংসদ?
শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাটিয়ারিতে একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সেখানেই তিনি বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, “বাংলা আগেও এক ছিল, ফের এক হয়ে যাবে।” তাঁর এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
অভিষেকের চরম আক্রমণ: ‘ভণ্ডামি ও প্রতারণা’
এই মন্তব্যের প্রায় ২৪ ঘণ্টা পরেও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব কোনও আনুষ্ঠানিক মন্তব্য না করায়, তাদের এই ‘নীরবতা’ নিয়ে কড়া ভাষায় কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক X হ্যান্ডেলে লেখেন:
“বিজেপির নেতৃত্বে ভণ্ডামি এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভারত ও বাংলাদেশ—দুই দেশ এক হয়ে যাবে, আর কোনও সীমান্ত থাকবে না!”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবিলম্বে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে জগন্নাথ সরকারকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “আপনাদের নীরবতা বুঝিয়ে দিচ্ছে, তিনি দলের শীর্ষ নেতৃত্বের সম্মতি নিয়েই এই কথা বলেছেন।”
অভিষেক বিজেপিকে আক্রমণ করে আরও বলেছেন, “এটা কোনও জাতীয়তাবাদ নয়, এটা প্রতারণা।”
The HYPOCRISY of the BJP leadership has fallen to new depths. @BJP4India MP from Ranaghat, Jagannath Sarkar declares that if the BJP COMES TO POWER, there will be no borders between INDIA AND BANGLADESH- both nations will become ONE again!
On the other hand, the same BJP… pic.twitter.com/p6UbuILgg8
— Abhishek Banerjee (@abhishekaitc) November 1, 2025
সীমান্ত রক্ষায় জমির প্রসঙ্গ টেনে কটাক্ষ
সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপি প্রায়শই রাজ্য সরকারকে বিএসএফ-কে জমি না দেওয়ার অভিযোগে দোষারোপ করে। এই প্রসঙ্গ টেনে অভিষেক বিজেপিকে পাল্টা তোপ দাগেন।
তিনি বলেন, “সীমান্ত রক্ষা করার জন্য জমি না দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীরাই পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে। যাঁদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রয়েছেন।”
SIR (State Identity Register) নিয়ে চলমান বিতর্ক টেনে এনে অভিষেক লেখেন, “SIR-এর নামে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো আর অপমান করাই এখন বিজেপির রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। ভণ্ডামি আর বিশ্বাসঘাতকতার এক বিপজ্জনক মিশ্রণ।”
বিজেপি এখন এই মন্তব্যের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল।