খুশির আমেজে বড়দিনের উপহার দিল প্রকৃতি। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হচ্ছে হাড়কাঁপানো শীতের দাপট। রাতারাতি তাপমাত্রা কমতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
দক্ষিণবঙ্গের দাপট: শীতের লম্বা স্পেল শুরু হয়ে গিয়েছে। চলতি সপ্তাহে কলকাতার পারদ ১২-১৩ ডিগ্রিতে নামার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পরিস্থিতি আরও চরম হবে। বিশেষ করে পুরুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে যেতে পারে। বীরভূম ও বাঁকুড়াতেও জাঁকিয়ে শীত পড়বে। উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আজ বড়দিনের উৎসবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আগামী ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত এই পতন অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গের হালহকিকত: উত্তরবঙ্গে শীতের কামড় আরও ভয়াবহ। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে পাহাড় থেকে সমতল। আগামী দু’দিনে দার্জিলিং ও সংলগ্ন এলাকায় পারদ নামতে পারে ৪-৬ ডিগ্রিতে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় তাপমাত্রা ৯-১১ ডিগ্রির মধ্যে থাকবে। কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ঘন কুয়াশা, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা স্থিতিশীল থাকলেও ঠান্ডা কমবে না। ফলে পিকনিক থেকে শুরু করে বর্ষবরণের উৎসব—সবটাই হবে হাড়কাঁপানো ঠান্ডার আমেজে।