বউকে খুশি করতে চান? বউকে খুশি করতে আপনার যা যা করণীয়

সাধারণত একজন পারফেক্ট পুরুষ সব সময় নারীদের সম্মান করে। কাল ও পাত্র ভেদে নারীদের মতামতকে মূল্যায়ন করে। কখনো কার্পন্য করে না, প্রাপ্য সম্মানের জায়গা দিতে। কিন্তু বউকে খুশি করতে গিয়ে বিপাকে পড়েন অনেকই।

যদিও মেয়েরা ছোট ছোট জিনিস আর সারপ্রাইজ গুলা আজীবন মনে রাখে পাশাপাশি ভুল না করেও সরি বলাটা শিখে নিন। ভালো থাকুক সকলের সংসার, খুশি থাকুক সকল জামাইদের বউ।

জেনে নিন বউকে খুশি করার ৬টি সহজ উপায়:

১. অফিস থেকে বাসায়ে ফিরে প্যান্ট থেকে মানিব্যাগ বের করে তার হাতে ধরিয়ে দিন।

২. পিছনে নয়, তার সামনে গুণগান করুন।

৩. বউ ঘুমানোর আগমুহূর্ত পর্যন্ত তার মাথায় হাত বুলিয়ে দিন।

৪. নিজের খাওয়া শেষ হওয়ার পরেও তার শেষ হওয়া পর্যন্ত বসে থাকুন।

৫. দুপুরে/ সন্ধ্যায় কাজের ফাঁকে কল করে খোজ নিবেন কি করছে, খেয়েছে কি না।

৬. প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন বাড়িতে আসার সময়ে চকলেট, ফুল, চটপটি, আইসক্রিম যেকোন একটা দিয়ে সারপ্রাইজ দিবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy