চোখ শুধু মনের কথা বলে না, আপনার ব্যক্তিত্বের প্রতিচ্ছবিও ফুটে ওঠে এই একজোড়া চোখের মাধ্যমেই। কিন্তু হঠাৎ যদি আয়নায় দেখেন চোখের কোণে সূক্ষ্ম রেখা বা রিঙ্কেলস উঁকি দিচ্ছে? দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রা এবং অযত্নের কারণে অনেকেরই অকাল বার্ধক্যের ছাপ পড়ছে চোখের চারপাশে। বাজারচলতি দামি কসমেটিকস ব্যবহার করেও অনেক সময় ফল মেলে না।
তবে চিন্তা নেই! আপনার রান্নাঘরে থাকা কয়েকটি প্রাকৃতিক উপাদানই হতে পারে বলিরেখা দূর করার মোক্ষম অস্ত্র। জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ।
সাবধান! এই ৪ অভ্যাসই ডেকে আনছে চোখের রিঙ্কেল:
ঘরোয়া প্রতিকারের আগে জেনে নিন কোন অভ্যাসগুলো আপনার চোখের বারোটা বাজাচ্ছে:
-
তীব্র রোদ: সূর্যের অতিবেগুনী রশ্মি চোখের চারপাশের পাতলা ত্বকের মারাত্মক ক্ষতি করে। তাই রোদে বেরোলে সানগ্লাস মাস্ট!
-
চোখ ঘষা: ঘনঘন চোখ ঘষলে ওখানকার সংবেদনশীল পেশি আলগা হয়ে যায়, ফলে দ্রুত চামড়া কুঁচকে যায়।
-
ধূমপান: তামাকের বিষাক্ত উপাদান ত্বকের ইলাস্টিসিটি নষ্ট করে দেয়, যা অকাল বলিরেখার প্রধান কারণ।
-
চোখ কুঁচকে হাসা: অনেকের হাসার সময় চোখ ছোট করার অভ্যাস থাকে। বারবার এমন করলে চোখের কোণে স্থায়ী রেখা তৈরি হয়।
ঘরোয়া জাদুতে যেভাবে দূর হবে বলিরেখা:
দামি ক্রিমের বদলে আজই ট্রাই করুন এই ৪টি প্রাকৃতিক টোটকা:
| উপাদান | ব্যবহারের পদ্ধতি | কেন কার্যকর? |
| আনারস | আনারসের রস রিঙ্কেলে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। | এতে থাকা ‘ব্রোমেলিন’ এনজাইম দ্রুত বলিরেখা কমায়। |
| শসা | শসার স্লাইস চোখের ওপর রাখুন বা রস মাসাজ করুন। | ত্বককে হাইড্রেটেড রাখে এবং ডার্ক সার্কেল দূর করে। |
| অলিভ অয়েল | রাতে ঘুমানোর আগে সামান্য তেল দিয়ে আলতো হাতে মাসাজ করুন। | এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা চামড়া মসৃণ রাখে। |
| দই ও লেবু | দই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। | মৃত কোষ দূর করে ত্বককে টানটান ও উজ্জ্বল করে। |