অন্ধ প্রেম নয়, সঙ্গীর স্বার্থপরতা চিনুন এই ৫ লক্ষণে!

প্রেমে পড়লে মানুষ অন্ধ হয়ে যায়! প্রিয়জনের মনের গভীরে কী চলছে, তা অনেক সময় ঠাহর করা যায় না। একটি সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর ব্যক্তিত্ব কেমন, তা আগে থেকে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ, এমন অনেকেই সম্পর্কে জড়ান কেবল নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। সেখানে ভালোবাসার চেয়ে লোভ আর লালসাই মুখ্য হয়ে ওঠে।

এই ধরনের সম্পর্কের পরিণতি স্বাভাবিকভাবেই খারাপ হয়। দিনের পর দিন বাড়তে থাকে রাগ, ক্ষোভ এবং লোক দেখানো ভালোবাসার মিথ্যে অভিনয়। সঙ্গীর স্বার্থপরতা ও ভেতরের লোভ প্রথম দিকে অনেকেই বুঝতে পারেন না। তবে কিছু বিষয় রয়েছে, যা নজরে রাখলে সহজেই বোঝা যায়, আপনার সঙ্গী আপনাকে মন থেকে ভালোবাসেন না।

১. হুট করে প্রেম:

প্রেমে পড়া স্বাভাবিক, তবে হুটহাট করে প্রেমে পড়া ভালোবাসার চেয়ে মোহ অথবা অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি কাউকে ভালোভাবে না জেনেন বা তার সম্পর্কে ন্যূনতম খোঁজখবরও না নিয়ে থাকেন, সেক্ষেত্রে হঠাৎ করে সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। সত্যিকারের ভালোবাসা দুটি মানুষের মনের গভীর মিল ও পারস্পরিক বোঝাপড়ার উপর ভিত্তি করে তৈরি হয়। এর জন্য প্রয়োজন সময় ও ধৈর্য্য। একদিনের দেখায় বা পরিচয়ে দামী উপহার দিয়ে ভালোবাসা জাহির করাটা আসলে গভীর ভালোবাসার প্রমাণ নয়।

২. ফোন কল বা টেক্সট ব্যাক না করা:

সঙ্গীর স্বার্থপরতা চেনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনার ফোন কল বা টেক্সটের উত্তর না দেওয়া। হয়তো সবসময় আপনিই সঙ্গীর খোঁজ নেন, কিন্তু তিনি সেই প্রয়োজনটুকুও অনুভব করেন না। এমনকি আপনার মিসড কল দেখার পরেও কখনো কল ব্যাক করেন না। মনে রাখবেন, আপনার সত্যিকারের প্রয়োজনে এমন ব্যক্তি কখনোই পাশে থাকবে না। তাই এই ধরনের সঙ্গীর কাছ থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।

৩. সব সিদ্ধান্ত আপনারই:

সম্পর্কের প্রতিটি বিষয়েই কি আপনার সঙ্গী উদাসীন? কোথায় যাবেন, কী খাবেন বা কোথায় থাকবেন – এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সবসময় আপনাকেই সিদ্ধান্ত নিতে হয়, তাহলে সঙ্গীর ভূমিকা সেখানে কী? এমনকি আপনার জন্মদিনেও যদি তিনি কোনো উপহার না দেন বা দিন-তারিখ ভুলে যান, তাহলে তা অবশ্যই চিন্তার কারণ। এমন মানুষ আর যাই হোক, দীর্ঘস্থায়ী সম্পর্কে থাকার জন্য উপযুক্ত নন।

৪. নিজের মত চাপিয়ে দেওয়া:

আপনার সঙ্গী কি আপনার মতামত বা ভাবনাকে কোনো গুরুত্বই দেন না? এমন মানুষেরা সবসময় নিজেদের ভুল অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তারা যা চান, জোর করে সেটাই আপনার উপর চাপিয়ে দিতে চান। আপনার প্রয়োজনীয় কোনো কাজ থাকলেও তা বাতিল করতে বাধ্য করেন। কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে আপনার অনুভূতিকে পদদলিত করতেও দ্বিধা করেন না। সঙ্গী হিসেবে এমন স্বার্থপর মানুষকে কখনোই বেছে নেওয়া উচিত নয়।

এই লক্ষণগুলো নজরে রাখলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার সঙ্গী স্বার্থপর কিনা এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সত্যিকারের ভালোবাসা পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও ত্যাগের উপর ভিত্তি করে তৈরি হয়। তাই অন্ধের মতো প্রেম না করে সঙ্গীর আচরণ পর্যবেক্ষণ করা বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy