সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এল ছোট্ট খুদে, নেটিজেনদের শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর পরিবারে এল নতুন সদস্য। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আডবাণী। গত ফেব্রুয়ারিতেই কিয়ারা নিজে মা হতে চলার সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন।

এই আনন্দের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বয়ে গেছে। ভক্ত থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সতীর্থরা, সকলেই নতুন বাবা-মাকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন। এখনও পর্যন্ত সিদ্ধার্থ ও কিয়ারা তাদের মেয়ের কোনো ছবি শেয়ার করেননি, তবে আশা করা হচ্ছে সঠিক সময়ে তারা ‘লিটল মালহোত্রা’র ঝলক ভক্তদের উপহার দেবেন।

নেটিজেনদের উচ্ছ্বাস: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ট্রিলজি!
এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মজার ছলে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির প্রসঙ্গ টেনে এনেছেন। একজন ইউজার লিখেছেন, “অভিনন্দন!” অন্য একজন মন্তব্য করেছেন, “পাওয়ার কাপলকে বাবা-মা হওয়ার জন্য অভিনন্দন।” অনেকে আবার লিখেছেন, “সকল ‘স্টুডেন্ট’-এরই কন্যা সন্তান হয়েছে!” আসলে, করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রা একসঙ্গে কাজ করেছিলেন।

আলিয়া ভাটের মেয়ে রাহা, বরুণ ধাওয়ানেরও এক কন্যা সন্তান রয়েছে। আর এবার সিদ্ধার্থ মালহোত্রার ঘরেও এসেছে ফুটফুটে মেয়ে। এই কাকতালীয় ঘটনায় নেটিজেনরা বেশ উচ্ছ্বসিত।

২০২৩ সালে শুরু নতুন জীবন
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে এক জমকালো রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়, যেখানে চলচ্চিত্র জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। ‘শেরশাহ’ ছবির সেটে কাজ করতে গিয়েই এই জুটির প্রেমের সূত্রপাত হয়েছিল।

সিদ্ধার্থ-কিয়ারার আগামী ছবি
সিদ্ধার্থ মালহোত্রাকে আগামীতে ‘পরম সুন্দরী’ ছবিতে দেখা যাবে। ছবিটি ২৫শে জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে এখন আগস্টে মুক্তি পাবে। এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে থাকছেন জাহ্নবী কাপুর। অন্যদিকে, কিয়ারা আডবাণীকে দেখা যাবে ‘ওয়ার ২’ ছবিতে, যা ১৪ই আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন অতিথির আগমনে এই তারকা দম্পতির জীবন আরও আনন্দে ভরে উঠুক, এই শুভকামনাই রইল!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy