লাস ভেগাসে প্রকৃতির মাঝে চরম চমক! হঠাত্‍ বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, পাত্র কে?

সোশ্যাল মিডিয়ার এই যুগেও কোনো ‘কাকপক্ষী’ টেরও পায়নি! শুক্রবার সকালে আচমকাই এল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর বিয়ের খবর। গত ২৪ নভেম্বর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তিনি লাস ভেগাসে বেড়াতে যাচ্ছেন। কিন্তু সেখানে প্রকৃতির মাঝে গিয়ে যে তিনি তাঁর জীবনসঙ্গীকে বেছে নেবেন, তা ছিল কল্পনার অতীত। বিদেশ বিভুঁইয়ে এই হঠাত্‍ বিয়ের খবরে ইতিমধ্যেই নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকা থেকে শুরু করে নেটিজেনরা।

চিনে নিন পাত্রকে
জানা গিয়েছে, পাত্রের নাম সুজিত বসু (Sujit Basu)। তিনি আইটি পেশার সঙ্গে যুক্ত এবং দীর্ঘ ২৮ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। মজার বিষয় হলো, সুজিতের সঙ্গে তনুশ্রীর আলাপ মাত্র পাঁচ মাসের। লাস ভেগাসে নাকি প্রেমিক সুজিতের সঙ্গে একান্ত সময় কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। কিন্তু অভিনেত্রী নিজেই সেখানে অবাক হয়ে যান, কারণ সুজিত আগে থেকেই বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছিলেন!

অবশেষে, বাবা-মাকে ভিডিও কলে সাক্ষী রেখে লাস ভেগাসে চার হাত এক হয় তনুশ্রী ও সুজিতের। প্রযোজক রানা সরকার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভাইরাল হল ৩টি ছবি
রানা সরকার তনুশ্রীর তিনটি বিয়ের ছবি শেয়ার করেছেন:

১. একটি ছবিতে ‘জাস্ট ম্যারেড’ লেখা বোর্ড নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। ২. অন্যটিতে হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সুজিত-তনুশ্রী। ৩. তৃতীয় ছবিতে সাহেবী লুকে থাকা সুজিতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পোজ দিয়েছেন তনুশ্রী।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তনুশ্রী চক্রবর্তী অভিনীত সিনেমা ‘ডিপ ফ্রিজ’, যা জাতীয় পুরস্কারও জিতেছে। একদিকে যখন তাঁর সিনেমা বক্সঅফিসে দর্শকদের মন জয় করছে, তখন অভিনেত্রী তনুশ্রী তাঁর মন চুরি করে নিয়েছেন আটলান্টায় থাকা কলকাতার ছেলে সুজিত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy