প্রতিটি লাইভ শো-তে কত টাকা নেন অরিজিৎ সিং? অবাক করা তথ্য ফাঁস করলেন সঙ্গীত পরিচালক

ভারতের অন্যতম জনপ্রিয় এবং সেরা গায়কদের তালিকায় শীর্ষে রয়েছেন অরিজিৎ সিং। তাঁর গান প্রেম, বিচ্ছেদ, এবং যন্ত্রণার মতো গভীর অনুভূতিগুলোকে ফুটিয়ে তোলে, যা লক্ষ লক্ষ শ্রোতার হৃদয় স্পর্শ করে। তবে তাঁর কণ্ঠের জাদুর পাশাপাশি এবার প্রকাশ্যে এসেছে তাঁর শো-পিছু পারিশ্রমিকের চমকে দেওয়া তথ্য।

সম্প্রতি জনপ্রিয় সঙ্গীত পরিচালক মন্টি শর্মা একটি সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে এনেছেন। তিনি জানান, অরিজিৎ সিং এখন একটি লাইভ পারফরম্যান্সের জন্য প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্টি শর্মা স্মৃতিচারণ করে বলেন, “অরিজিৎ যখন প্রথম আমার সঙ্গে কাজ করত, তখন স্টুডিওতে ৬ ঘণ্টা ধরে বসে থাকত। আর এখন কেউ যদি ওকে কোনো শোতে চায়, তাহলে ২ কোটি টাকার চেক কেটে দিতে হয়। বিনা প্রশ্নে।”

বদলেছে গানের বাজার

সময়ের সঙ্গে গানের জগতে যে পরিবর্তন এসেছে, তা স্বীকার করে নিয়েছেন মন্টি শর্মা। তিনি বলেন, একটা সময় ছিল যখন গান মানেই অর্কেস্ট্রা, ৪০টি ভায়োলিন এবং বহু যন্ত্রশিল্পী নিয়ে মাত্র ২-৩ লক্ষ টাকা বাজেটে তৈরি হতো। কিন্তু এখন সেই চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। মন্টি জানান, “যখন আমি প্রথম দিকে কাজ শুরু করি, তখন প্রতি গান পিছু ৩৫ হাজার টাকা নিতাম। কিন্তু এখন একটি গান তৈরি করতে ১৫-২০ লক্ষ টাকা খরচ হয়, আর লাভের ৯০ শতাংশ অডিও কোম্পানিগুলো তুলে নেয়।”

ইউটিউব এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের কারণে এখন গান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ফলে তার কদর ও মূল্য উভয়ই বেড়েছে বলে মনে করেন মন্টি।

অরিজিতের সাম্প্রতিক কাজ

সম্প্রতি মোহিত সুরির ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’-এর গান ‘ধুন’ দারুণ ভাইরাল হয়েছে। এছাড়া, ‘মেট্রো ইন দিনো’-র জন্য অরিজিতের গাওয়া ‘জমানা লাগে’, ‘মৌসম’, ‘কায়দে সে’ গানগুলিও জনপ্রিয়তার শীর্ষে। এছাড়াও, ‘ওয়ার ২’-এর ‘আভান জাভান’ গানে হৃতিক রোশন ও কিয়ারা আদবানির সঙ্গে তার কণ্ঠ আবারও দর্শকদের মন জয় করেছে।

তবে এই বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অরিজিতের আরেকটি দিকও রয়েছে। তিনি বাংলা ছবি ‘মানবজমিন’-এর জন্য ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি গেয়েছিলেন মাত্র ১ টাকার বিনিময়ে। তার এই বহুমুখী দিকটিই তাকে শ্রোতাদের কাছে আরও প্রিয় করে তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy