ঝগড়া এড়াতে ‘বউয়ের সঙ্গে তর্ক নয়’ টিপস দিলেন অভিনেতা গুরমীত চৌধুরী!

স্বামী-স্ত্রীর সম্পর্কের মজাদার পরীক্ষা নিয়ে কালারস টিভিতে শুরু হতে চলেছে নতুন রিয়েলিটি শো ‘পতি-পত্নী অউর পাঙ্গা’। এই শো-তে অংশগ্রহণকারী তারকা দম্পতিদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেতা গুরমীত চৌধুরী এবং দেবিনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে গুরমীত তার বিবাহিত জীবনে ঝগড়া এড়ানোর গোপন রহস্য ফাঁস করেছেন, যা শুনে দর্শকরা বেশ মজা পেয়েছেন।

সংবাদ সংস্থা আইএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুরমীত বলেন, “আমরা সবসময় কাজের জন্য ব্যস্ত থাকি। কিন্তু এই শোয়ের কারণে আমরা একে অপরের সঙ্গে ২৪ ঘণ্টা সময় কাটাতে পারছি। আর যদি ক্যামেরার সামনে আমাদের মধ্যে কোনো তর্ক হয়ও, আমি ঘরে দেবিনার সঙ্গে কোনো তর্কে জড়াই না। আমার অত সাহস নেই!” তার এই মজার কথা শুনে দেবিনা ও সাংবাদিকরা হেসে ওঠেন।

দেবিনা এই শোতে যোগ দেওয়া নিয়ে তার আনন্দ প্রকাশ করে বলেন, “গুরমীতের সঙ্গে এখানে কাজ করার সুযোগটা দারুণ। এমন সুযোগ সবসময় আসে না। এই শোয়ের কারণে আমরা অনেকটা সময় একসঙ্গে কাটাতে পারছি এবং আমাদের সম্পর্কের কোনো খামতি থাকলে তা দূর করতে পারব বলে আশা করি।”

শোয়ের উদ্দেশ্য ও প্রতিযোগীরা

গুরমীত মনে করেন, এই শোয়ের সবচেয়ে ভালো দিক হলো এখানে কাউকে কিছু বলতে বাধ্য করা হয় না। তিনি বলেন, “বর্তমানে মানুষ খুব সিরিয়াস হয়ে গিয়েছে, হাসি-ঠাট্টা করতে ভুলে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শো উপভোগ করার মতো।”

২ আগস্ট থেকে কালারস টিভিতে শুরু হতে চলা এই শো সঞ্চালনা করবেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে এবং কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকী। এই শোতে প্রতিযোগিতার জন্য হিনা খান-রকি জয়সওয়াল, রুবিনা দিলাইক-অভিনব শুক্লা, আভিকা গোর-মিলিন্দ চাঁদওয়ানি এবং স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ-এর মতো জনপ্রিয় দম্পতিরা অংশ নিচ্ছেন। তাদের সম্পর্কের রসায়ন ও মজার চ্যালেঞ্জগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy