দীর্ঘদিনের প্রেম অবশেষে পূর্ণতা পেল। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই শেষে সুস্থ হয়েই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি পোস্ট করে অনুরাগীদের খুশির জোয়ারে ভাসিয়েছেন হিনা।
অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলোতে রকির ভালোবাসায় তাঁকে আপ্লুত দেখাচ্ছে। আদরে, সোহাগে ভেসে যেতে দেখা যাচ্ছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। কখনও রকি হিনার হাতে চুম্বন করছেন, কখনও আবার তাঁর পায়ে তোড়া পরিয়ে দিচ্ছেন। প্রতিটি ছবিতে রকির স্পর্শে হিনার প্রতি ভরসা ও ভালোবাসার গভীরতা স্পষ্ট।
হিনার জীবনে যখন কঠিনতম সময় চলছিল, ক্যানসারের সঙ্গে তার লড়াই চলছিল, তখন রকিই ছিলেন তার সবচেয়ে বড় অবলম্বন। নিঃস্বার্থভাবে তিনি হিনার দেখভাল করেছেন, ভালোবাসায় আগলে রেখেছেন। সেই ভালোবাসার প্রতিদান হিসেবেই হয়তো হিনা সুস্থ হওয়ার পরই এই জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।
হিনা খানের অনুরাগীরা দীর্ঘকাল ধরে এই জুটির বিয়ের অপেক্ষায় ছিলেন। তাদের ভালোবাসার সম্পর্ক বরাবরই অনুরাগীদের কাছে এক অনুপ্রেরণা। আজ সেই ভালোবাসার পরিণতি দেখে তারা আপ্লুত। এই বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয়, এটি ভালোবাসার এক অটুট বন্ধন, যা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিজয়ী হয়েছে।