সরকারি চাকরির সন্ধানে থাকা প্রার্থীদের জন্য বছরের শেষে বড় সুযোগ নিয়ে এল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলায় কমিউনিটি হেল্থ অফিসার (CHO) পদে মোট ৩৬ জন দক্ষ প্রার্থী নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগে আকর্ষণীয় বেতন ও ইনসেনটিভের সুবিধা রয়েছে।
যোগ্যতা ও বয়সসীমা:
-
আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে স্নাতক হতে হবে।
-
১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
-
প্রার্থীদের বাংলা অথবা স্থানীয় উপভাষায় কথা বলা এবং লেখায় পারদর্শী হতে হবে।
-
MS Office ও ইন্টারনেটের প্রাথমিক জ্ঞান থাকলে মিলবে বিশেষ অগ্রাধিকার।
বেতন ও ইনসেনটিভ:
নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ২০,০০০ টাকা থোক সম্মানী পাবেন। এর পাশাপাশি কাজের মানের ওপর ভিত্তি করে মাসে সর্বোচ্চ আরও ৫,০০০ টাকা পর্যন্ত বাড়তি ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।
প্রশিক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া:
-
যাঁরা ২০২১ বা তার পরে BPCCHN অন্তর্ভুক্ত B.Sc. Nursing পাস করেছেন, তাঁরা সরাসরি কাজে যোগ দিতে পারবেন।
-
২০২১-এর আগে GNM/B.Sc পাস করা প্রার্থীদের আগে CPCH ট্রেনিং নিতে হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
-
মেধাতালিকা তৈরি হবে শিক্ষাগত যোগ্যতার নম্বর (৮৫ শতাংশ) এবং ইন্টারভিউয়ের (১৫ শতাংশ) ওপর ভিত্তি করে।
ইন্টারভিউ ও ভেরিফিকেশনের সময়সূচি:
সরাসরি আলিপুরদুয়ার CMOH দফতরে ওয়াক-ইন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে নিচের তারিখগুলিতে:
-
২৬ ডিসেম্বর: সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য (সকাল ১১টা)।
-
২৭ ডিসেম্বর: অসংরক্ষিত (UR) ও EWS প্রার্থীদের জন্য (সকাল ১১টা)।
-
সতর্কবার্তা: দুপুর ১২টার পর কোনো প্রার্থীকেই আর ভেরিফিকেশনের জন্য প্রবেশ করতে দেওয়া হবে না।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত কপি ও ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। অসংরক্ষিত শ্রেণির জন্য আবেদনমূল্য ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা। বিস্তারিত জানতে এবং আবেদনপত্র ডাউনলোড করতে লগ ইন করুন অফিসিয়াল ওয়েবসাইট: alipurduar.gov.in-এ।