“রাম হিন্দু ছিলেন না, মুসলিম ছিলেন!” মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি!

ফের একবার নিজের বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার সরাসরি ভগবান শ্রীরামচন্দ্রের ধর্ম নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের দাবানল উসকে দিলেন তিনি। একটি ভাইরাল ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) মদন মিত্র দাবি করেছেন, শ্রীরামচন্দ্র হিন্দু ছিলেন না, বরং তিনি ছিলেন মুসলিম। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে।

কী বলেছেন মদন মিত্র?

সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, ধর্মীয় শ্লোক এবং গান গেয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে আক্রমণ করছেন মদন। সেখানেই তিনি দিল্লির এক বড় বিজেপি নেতার সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ টেনে বলেন:

“আমি মদন মিত্র বলছি, রাম মুসলমান ছিলেন। কী করবেন? আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কী ছিল? আমি যখন জিজ্ঞেস করলাম, ওরা বলল রাম জেঠমালানি। এটা কোনও হিন্দু বিশ্বাস করবে? আর এটা বিশ্বাস করে আপনারা ধেই ধেই করে পুজো দিতে যাবেন?”

তিনি আরও যোগ করেন যে, বিজেপি নেতাদের হিন্দু ধর্ম নিয়ে কোনো বোধগম্যতা নেই। তাঁর মতে, অর্জুনকে যেমন কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন, তেমনই তিনি মনে করেন রামের ধর্ম নিয়ে বিজেপির দাবি ভিত্তিহীন। এমনকি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ‘শিশিরবাবুর বেটা’ বলেও সম্বোধন করেন তিনি।

বিজেপির কড়া প্রতিক্রিয়া: “হিন্দু বিরোধী তৃণমূল”

মদন মিত্রের এই মন্তব্যের পর রে রে করে নেমেছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সমাজমাধ্যমে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই দাবি হিন্দু বিশ্বাসের প্রতি এক পরিকল্পিত অপমান। তৃণমূল এভাবেই অধঃপতিত হয়েছে। প্রতিদিন হিন্দুদের বিশ্বাসে আঘাত করা হচ্ছে। এতেই প্রমাণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী।”

বিজেপি শিবিরের দাবি, রাজনৈতিক ফায়দা লুটতে কোটি কোটি হিন্দুর আরাধ্য দেবতাকে নিয়ে কুৎসিত রসিকতা করছেন কামারহাটির বিধায়ক। ১৪০ কোটি ভারতবাসীর ভাবাবেগে আঘাত করার জন্য মদন মিত্রের ক্ষমা চাওয়া উচিত বলেও সরব হয়েছেন পদ্ম নেতারা।

তৃণমূলের অবস্থান

যদিও দলের বিধায়কের এই ব্যক্তিগত মন্তব্য নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ‘রাম-বিতর্ক’ রাজ্যের শাসক দলকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy