দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনই কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্রা ঘোষণা করেছিলেন যে, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। চলতি বছরের ১৫ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন কিয়ারা। সেই সময় থেকেই অনুরাগীদের মনে প্রবল কৌতুহল ছিল যে, এই বলিউড তারকা দম্পতি তাঁদের মেয়ের কী নাম রাখবেন? অবশেষে সেই জল্পনার অবসান হলো।
আজ (শুক্রবার) সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে নিজেদের কন্যাসন্তানের নাম ঘোষণা করলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁরা একরত্তির ছোট পায়ের একটি ছবি ভাগ করে নিয়ে আবেগঘন বার্তা লেখেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের রানি।”
এরপরেই তাঁরা আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম ঘোষণা করেন: সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra)।
কিয়ারা এবং সিদ্ধার্থের অনুরাগীরা আগে থেকেই নানা নাম প্রস্তাব করেছিলেন। কেউ চেয়েছিলেন, তাঁদের নাম মিলিয়ে নাম হোক ‘সিয়ারা’, আবার কেউ ‘সিতারা’ নামটি বেছেছিলেন। কিন্তু তারকা দম্পতি তাঁদের মেয়ের জন্য ‘সরায়াহ’ নামটি নির্বাচন করে সব জল্পনা থামিয়ে দিলেন।
যদিও এই নামের অর্থ কী, তা সিদ্ধার্থ বা কিয়ারা কেউই এখনও প্রকাশ্যে আনেননি, তবে অনুরাগীদের অনুমান, হিব্রু ভাষায় ‘সারাহ’ নামের অর্থ হলো ‘রাজকন্যা’। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে তারকা দম্পতি তাঁদের কন্যাকে এই মিষ্টি নামে ভূষিত করেছেন।