রোহিতের থেকে নেতৃত্ব ছিনিয়ে শুভমনকে কেন অধিনায়ক? বিরাট-রোহিতের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, ফাঁস হলো বোর্ডের গোপন কারণ

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে এবার বড়সড় জল্পনা উস্কে দিলেন প্রাক্তন ভারতীয় হেডস্যার রবি শাস্ত্রী। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পরই বোঝা যাবে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নিজেদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাবেন কিনা।

রবি শাস্ত্রী বলেছেন, “এই অভিজ্ঞতার জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ওরা রয়েছে। তবে ওদের ভবিষ্যৎ নির্ভর করে ফিটনেস, খিদে এবং অতি অবশ্যই ফর্মের ওপর। এই সিরিজের শেষে ওরাই নিজেদের পরিস্থিতি বুঝতে পারবে এবং তারপরে ওরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে।” শাস্ত্রী অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথের উদাহরণ টেনে বলেন, “এই বয়সে এসে পরিস্থিতি উপভোগ করতে হয় এবং খিদে বজায় রাখা দরকার।”

তবে শাস্ত্রী একই সঙ্গে স্বীকার করেন, অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। রোহিত ও কোহলির সম্মিলিত অভিজ্ঞতা এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে অন্য কারো নেই। শাস্ত্রী বলেন, “অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। বড় ম্যাচে এই দুই ক্রিকেটার নিজেদের মেলে ধরবে।”

নেতৃত্ব হারানোয় জল্পনা:
রোহিত শর্মাকে একদিনের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় এই জল্পনা আরও তীব্র হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে শুভমন গিলকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা তিন ফরম্যাটে তিনজন নেতা রাখার তত্ত্বে বিশ্বাসী নন। বোর্ডের এক সূত্র বলেছেন, রোহিত যদি শুধু একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেন, যা সবচেয়ে কম খেলা হয়, তবে তাঁর ব্যক্তিগত দর্শন দলের সংস্কৃতি নষ্ট করতে পারে। নির্বাচকরা চাননি যে রোহিত তাঁর মর্জি মতো চলুক।

রবি শাস্ত্রীর মতে, ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেলের মতো তরুণ প্রতিভা রয়েছে। তিনি বলেন, “ওরা জানে তরুণ প্রজন্ম তৈরি। ওরা ঠিক কোহলি-রোহিতের পিছনেই রয়েছে।” শাস্ত্রীর এই মন্তব্যের পরই দুই কিংবদন্তির ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন আরও জোরালো হলো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy