টলিউডে এখন নটী বিনোদিনী চর্চা তুঙ্গে! একদিকে এই বছর মুক্তি পেল রুক্মিণী মৈত্রের ‘নটী বিনোদিনী’ রূপে অভিনীত ছবি, আর ঠিক সেই বছরই মুক্তি পেতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহো গৌরাঙ্গের নাম রে’ যেখানে তিনি বিনোদিনী রূপে শ্রীচৈতন্য মহাপ্রভুর বেশে ধরা দেবেন। শুভশ্রী নিজেই ইনস্টাগ্রামে তার এই লুক শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে দুই অভিনেত্রীর লুক নিয়ে জোরদার তুলনা।
লুক নিয়ে ফ্যানদের মধ্যে তর্ক:
শুভশ্রীর অনুরাগীরা তাকেই এগিয়ে রাখছেন, তাদের মতে শুভশ্রীর লুক বেশি মানানসই এবং বিশ্বাসযোগ্য। অন্যদিকে, রুক্মিণীর অনুরাগীরা মনে করছেন তাদের প্রিয় অভিনেত্রীর লুক বেশি ভালো এবং আকর্ষণীয়। স্বাভাবিকভাবেই, একই বছরে দুই বিনোদিনীর ছবি মুক্তি পাওয়ায় বক্স অফিসে কোন ছবি বেশি ব্যবসা করবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
পরিচালক সৃজিতের ঘোষণা ও দেব-শুভশ্রী যোগসূত্র:
এই বছর যখন কলকাতা জুড়ে বিনোদিনী ম্যাজিক চলছিল, ঠিক তখনই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় টলিউডের আরও এক বিনোদিনীর খোঁজ দিয়েছিলেন। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি শুভশ্রী অভিনীত ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির ঘোষণা করেন। রুক্মিণীর ছবিটির সঙ্গে প্রযোজক হিসাবে যুক্ত ছিলেন দেব। শুভশ্রীর ছবির সঙ্গে অবশ্য নায়কের সরাসরি যোগ নেই। তবে শুভশ্রী আর সুপারস্টার দেবের যোগসূত্র ভুলে যাওয়ার মতো নয়। তারা যেমন টলিপাড়ার অত্যন্ত সফল জুটি, তেমনই একসময়ে একে-অন্যের প্রাক্তন ছিলেন।
আসছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ ও বক্স অফিস যুদ্ধ?
সামনে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ ছবিটি মুক্তি পাবে। এই নিয়েও ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার অপেক্ষা, বড়দিনে বক্স অফিসে তাদের মধ্যে আবার লড়াই হয় কিনা। শুভশ্রীর ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির সঙ্গে দেবের ‘প্রজাপতি টু’ আসবে কিনা, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক ও চলচ্চিত্রপ্রেমীরা।