এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় তিন বছর পর অবশেষে জেল মুক্তি পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই-এর দায়ের করা এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে তিনি আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের সেই শর্ত অনুযায়ী, সিবিআই-এর তরফে আদালতে জমা দেওয়া আটজন গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া সোমবারই শেষ হয়েছে।
আজই মুক্তি, না কি আগামীকাল?
আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা নিম্ন আদালতে বেল বন্ড (Bail Bond) জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর নিম্ন আদালত থেকে রিলিজ অর্ডার দেওয়া হবে।
এইসব প্রক্রিয়া যদি আজ বেশি রাতের মধ্যে সম্পন্ন হয়, তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ রাতেই জেল থেকে মুক্তি পেতে পারেন। প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হলে, তাঁকে আগামীকাল মুক্তি দেওয়া হবে।
হাসপাতালে পৌঁছবে রিলিজ অর্ডার
নিম্ন আদালত থেকে রিলিজ অর্ডার দেওয়া হলে তা প্রেসিডেন্সি জেলে পৌঁছানো হবে। যেহেতু পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তাই সেখানেইও রিলিজ অর্ডার পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর জেলবন্দীকালীন সময়ে প্রায় ২০২ দিন ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়, যাঁর ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা ও সোনা উদ্ধার হয়েছিল। সম্প্রতি তিনিও জেল থেকে মুক্তি পেয়েছেন।