পুলিশের ঘরেই চোরের হানা, সোনার গয়না-সহ খোয়া গেল নগদ অর্থ, নিরাপত্তা নিয়ে বাড়ছে ক্ষোভ

দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের ধরতে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হলো যখন এক পুলিশ কর্মীর বাড়িতেই চুরির ঘটনা প্রকাশ্যে এল।

ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। জানা গিয়েছে, পুনীত কুমার মিশ্রা নামে এক পুলিশ কর্মী ওই এলাকায় অতুল চন্দ্র পালের বাড়িতে ভাড়া থাকেন। রবিবার গভীর রাতে সেই পুলিশ কর্মীর অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁর ঘরে হানা দেয় চোরেরা।

পরিবার সূত্রে খবর, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বেশ কিছু সোনার গয়না এবং আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকার নগদ অর্থ। সকালে ঘরের দরজা খোলা অবস্থায় দেখে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা বুঝতে পারেন যে চুরি হয়েছে।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, যেখানে পুলিশের ঘরেও নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের বাড়িতে কতটা নিরাপত্তা আছে, তা নিয়ে তাঁরা সন্দিহান। শহরে বাড়তে থাকা অপরাধ ঠেকাতে প্রশাসনের ব্যর্থতাও স্পষ্টভাবে উঠে আসে সাধারণ মানুষের কথায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। সূত্রের খবর, দুষ্কৃতীদের হদিশ পেতে এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের বাড়িতেই চুরির ঘটনাটি সমগ্র ইসলামপুর জুড়ে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy