টলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে এখন তুমুল আলোচনায় পরিচালক রাজ নিদিমোরু এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেম। ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজের সঙ্গে দক্ষিণী সুন্দরী সামান্থার এই নতুন সম্পর্কের গুঞ্জন তুঙ্গে। শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদের পর এই তারকা জুটির জীবনে নতুন করে ভালোবাসার রঙ লেগেছে।
তবে এই গুঞ্জনের মধ্যেই সোশ্যাল হ্যান্ডেলে লাগাতার রহস্যময় পোস্ট শেয়ার করে চলেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। পেশায় মনোবিজ্ঞানী শ্যামলী সম্প্রতি তার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘সময় প্রকাশ করে, কর্ম সংশোধন করে, মহাবিশ্ব বিনীত হয়’। নিজের পোস্টে তিনি সরাসরি কারুর নাম উল্লেখ না করলেও, নেটবাসীর অনুমান, এই ইঙ্গিতপূর্ণ পোস্টটি প্রাক্তন স্বামীকে খোঁজা দিয়েই করেছেন শ্যামলী।
সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজকে খোঁচা প্রাক্তন স্ত্রীর!
রাজ এবং সামান্থার সম্পর্কের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই চর্চায় উঠে এসেছে শ্যামলী দে নামটি। এই বঙ্গ কন্যার সঙ্গেই সংসার পেতেছিলেন পরিচালক রাজ নিদিমোরু। কিন্তু ২০২২ সালে রাজ ও শ্যামলীর সংসার ভাঙে এবং দুজনের পথ আলাদা হয়ে যায়।
জানা যায়, আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করার সময়েই রাজ এবং সামান্থা কাছকাছি আসেন। রাজের কাঁধে মাথা দিয়ে সামান্থার একটি ছবিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই শ্যামলী দে’র ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার শুরু হয়েছে।
রাজ ও সামান্থার একত্রবাসের পরিকল্পনা?
এদিকে, সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবনেও এসেছিল বড় পরিবর্তন। ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। সংসার ভাঙার পর সামান্থা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছিলেন। তবে ধীরে ধীরে বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে উঠেছেন অভিনেত্রী এবং তার জীবনেও এখন নতুন মানুষের আগমন ঘটেছে।
জুটির ঘনিষ্ঠমহল থেকে কানাঘুষো শোনা যাচ্ছে যে, রাজ এবং সামান্থা একত্রবাসের পরিকল্পনা নিয়েছেন। একসঙ্গে থাকার জন্যে তারা নাকি বাড়িও খুঁজছেন। এই খবর যদি সত্যি হয়, তাহলে খুব শীঘ্রই নতুন করে প্রেমের সম্পর্কে বাঁধা পড়বেন এই দুই তারকা। তবে এই গুঞ্জনের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করেননি।