রাজ্যে আগামী ৪ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হতে চলেছে ‘স্পেশাল এনরোলমেন্ট রিভিশন’ বা এসআইআর (SIR)-এর প্রক্রিয়া। এই প্রক্রিয়া ঘিরে বাংলার নাগরিকদের মধ্যে যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে, তা কাটাতে রাজ্যজুড়ে জনসভা, পথসভা ও মিছিলের আয়োজন করে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, বৈধ নাগরিকদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে দল বদ্ধপরিকর। এই লক্ষ্যে আগামী ৩ নভেম্বর, ২০২৫ থেকে দলের সদর দফতর, জেলা ও ব্লক অফিসগুলিতে হেল্পডেস্ক চালু করা হবে।
কমিশনকে প্রশ্ন, সময়সীমা বাড়ানোর দাবি:
এদিন শুভঙ্কর সরকার নির্বাচন কমিশনকে সরাসরি প্রশ্ন করেছেন, “কেন তারা অযথা দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করছে?” তিনি জোর দিয়ে দাবি করেন যে, কমিশনের উচিত সময়সীমা আরও বাড়ানো, যা সাধারণ মানুষের জন্য সহায়ক হবে।
SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকাকেই শুধু মান্যতা দেওয়ার বিষয়টিকেও বড় প্রশ্ন হিসেবে দেখছে কংগ্রেস। শুভঙ্কর সরকার বলেন, “আমাদের দাবি, ২০০২-এর পরের হয়ে যাওয়া ভোটার তালিকাও একই ভাবে মান্যতা কেন পাবে না? একটি মৃত্যু হয়েছে আর যেন এমন পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সাবধান করছি আমরা।”
তিনি আরও বলেন, “সহ-নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা নির্ভয়ে, বিভ্রান্তি কাটিয়ে নিজের ভোটাধিকার সুনিশ্চিত রাখুন। এটা বাংলার ভোটার তথা অধিবাসীদের প্রতি আমাদের অঙ্গীকার।”
সকল বঙ্গবাসীর কাছে আবেদন জানিয়ে প্রদেশ সভাপতি বলেন, “আসুন সবাই মিলে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করি এবং SIR- এর মাধ্যমে রচিত যে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রকে আমরা দৃঢ়ভাবে প্রতিহত করি।”