প্রেমের টানে কুল-মান, স্বামী-সংসার ছাড়ার করুণ পরিণতি হলো এক বিবাহিতা তরুণীর। মাত্র চার মাস আগে ঘর ছেড়ে টোটো চালককে বিয়ে করে নতুন জীবন শুরু করলেও, বর্তমানে তিনি স্বামীর বাড়ির উঠোনে স্ত্রীর মর্যাদার দাবিতে রাতভর ধর্নায় বসেছেন। মুর্শিদাবাদের জলঙ্গি যোতআনন্দপুর কারিগরপাড়া এলাকার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, টোটোতে নিয়মিত যাতায়াতের সূত্রেই এক চালক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই বিবাহিত মহিলা। ধীরে ধীরে সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। টোটো চালকের হাত ধরতে তিনি প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান-সংসার ত্যাগ করেন। যুবকের সঙ্গে নতুন সংসার পাতার চার মাস পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল।
কিন্তু আচমকাই সম্পর্কে ছন্দপতন। বেশি রোজগারের আশায় টোটো চালক বর্তমানে ভিন্রাজ্য, অর্থাৎ কেরলের পরিযায়ী শ্রমিক। আর এই সুযোগেই নতুন স্বামীর পরিবারের সদস্যরা ওই বধূকে বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। এমনকি, তাঁর সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তরুণীর।
স্ত্রীর মর্যাদার দাবিতে সোচ্চার হয়ে ওই যুবতী এখন তাঁর নতুন স্বামীর বাড়ির উঠোনে ধর্নায় বসেছেন। তিনি জানান, টোটো চালকের সঙ্গেই তাঁর বিয়ে হয়েছে এবং ৪ মাস সংসারও করেছেন। যুবকের পরিবারের সদস্যরা বিয়ের বৈধ কাগজপত্র দেখতে চাইলে, সেই কাগজপত্র নিয়েই রাতভর উঠোনে অবস্থান করছেন তিনি। যদিও এই বিষয়ে টোটো চালকের পরিবারের কোনো সদস্যই এখনো মুখ খোলেননি। বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং তার করুণ পরিণতিতে জলঙ্গির এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।