উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বুধবার দুপুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি দুই আসনের প্রশিক্ষণ বিমান। প্রয়াগরাজের জর্জ টাউন এলাকার কেপি গ্রাউন্ডের কাছে একটি পানা পুকুরে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে পাইলট ও ক্রু মেম্বারের উপস্থিত বুদ্ধিতে।
মৃত্যুর মুখ থেকে রক্ষা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা নিশ্চিত বুঝে একেবারে শেষ মুহূর্তে ইজেক্ট করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট এবং এক কর্মী। প্রয়াগরাজ পুলিশের ডেপুটি কমিশনার মণিশ সান্ডিল্য সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার জেরেই এই দুর্ঘটনা। বিমানটি সরাসরি পুকুরে গিয়ে পড়ায় বড়সড় জনবসতিপূর্ণ এলাকা ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গিয়েছে।
কেন ব্যবহার হয় এই বিমান? বায়ুসেনা এই ধরনের ছোট বিমান সাধারণত নতুন পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করে। এ ছাড়াও নির্দিষ্ট কোনো অঞ্চলের সমীক্ষা করা বা আকাশে পাখিদের গতিবিধির ওপর নজরদারি চালানোর জন্য এই বিমানগুলি অত্যন্ত কার্যকর। আপাতত দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন এবং কেন এই যান্ত্রিক ত্রুটি দেখা দিল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।