১ লক্ষ ভক্তের ভিড়! মাটিগাড়ায় ইতিহাসের পথে মমতা, শুরু হচ্ছে দেশের বড় মহাকাল মন্দির তৈরি

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গবাসীর জন্য বড় উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহু প্রতীক্ষিত এবং দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস করতে আজ মাটিগাড়ায় উপস্থিত হচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রী আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আজ সেই প্রতিশ্রুতিই বাস্তবায়িত হতে চলেছে। ১৭ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি পর্যটন এবং ধর্মীয় মানচিত্রে উত্তরবঙ্গের ভোল বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

📍 কোথায় তৈরি হচ্ছে এই বিশাল মন্দির?

শিলিগুড়ি শহরের পাশেই মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকা। উজানু মৌজায় ১০ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষেই গড়ে উঠছে এই মহাকাল মন্দির। পাশ দিয়ে বয়ে গিয়েছে চামটা নদী ও রেললাইন। প্রায় ১৭ একর বিস্তৃত এই জমিতে মন্দির নির্মাণের ভার দেওয়া হয়েছে HIDCO-কে। জানা গিয়েছে, এই মন্দিরে একসঙ্গে প্রায় এক লক্ষ পুণ্যার্থী সমাগম করতে পারবেন।

🔱 মমতার সেই প্রতিশ্রুতি ও ট্রাস্ট গঠন

মাস তিনেক আগে যখন পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, তখন পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিং গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার সময় তিনি ঘোষণা করেছিলেন যে, শিলিগুড়িতে দেশের সবচেয়ে বড় শিব ও মহাকাল মন্দির তৈরি করবে রাজ্য সরকার। কথা মতো রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করিয়ে দ্রুত একটি বিশেষ ট্রাস্ট গঠন করেন মুখ্যমন্ত্রী। আজ সেই স্বপ্নের প্রকল্পেরই ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে।

🚧 রেলগেট কি পথের বাধা?

প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মন্দির সংলগ্ন রেলগেট। মন্দিরে ঢোকার মূল পথেই পড়ছে মাটিগাড়ার অন্যতম ব্যস্ত রেলপথ। তবে সূত্রের খবর, পর্যটন ও যাতায়াত মসৃণ করতে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় একটি ওভারব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিলিগুড়ির মেয়রও আশ্বাস দিয়েছেন যে, মন্দির তৈরির কাজে কোনও বাধা আসবে না।

🕙 নিরাপত্তার চাদরে মাটিগাড়া: আজই উদ্বোধন

আজ বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী এই মন্দিরের শিলান্যাস করবেন। অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা সামলাতে ডিসি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ নিজে এলাকা পরিদর্শন করেছেন। সাধারণ মানুষের দেখার জন্য বসানো হয়েছে বড় বড় এলইডি স্ক্রিন। উত্তরবঙ্গের সব জেলার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরাও আজকের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকছেন।

প্রশাসনের দাবি, এই মন্দিরটি তৈরি হলে উত্তরবঙ্গের অর্থনীতি ও ধর্মীয় পর্যটনে এক নতুন বিপ্লব আসবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy