‘ভারতের দালাল’ তামিম ইকবাল!-বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি কর্তার চরম আক্রমণ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সফলতম ওপেনার এবং প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল এখন নিজের দেশেই ‘খলনায়ক’। অভিযোগের তির অত্যন্ত মারাত্মক— তাঁকে ‘ভারতের দালাল’ এবং ‘ইন্ডিয়ান এজেন্ট’ বলে দাগিয়ে দিয়েছেন খোদ বিসিবি-র (BCB) এক প্রভাবশালী পরিচালক। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনড় অবস্থান এবং নিরাপত্তাহীনতার অজুহাত তোলার বিরোধিতা করতেই এই নজিরবিহীন আক্রমণের শিকার হতে হল দেশসেরা ব্যাটারকে।

ঘটনার সূত্রপাত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে। পাকিস্তানের মতো সুর মিলিয়ে বাংলাদেশও এখন ভারতে খেলতে যেতে নারাজ। অথচ ইতিহাসের পাতা উল্টলে দেখা যায়, ২০০০ সালে আইসিসি-র ততকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার একক প্রচেষ্টায় টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। ভারতই ছিল তাদের প্রথম টেস্ট প্রতিপক্ষ। সেই অতীত ভুলে বর্তমানে ভারত-বিদ্বেষী মনোভাব পোষণ করছে বিসিবির একাংশ। মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা এবং রাজনৈতিক কারণ দেখিয়ে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি তুলেছে বোর্ড।

তামিম ইকবাল এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্পর্কের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপরই বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন। তিনি লেখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দেখল।” তিনি আরও দাবি করেন যে, যখন দেশের ক্রীড়া উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা ভারতে খেলা নিয়ে ঝুঁকি দেখছেন, তখন তামিম ভারতীয়দের হয়ে ‘ব্যাটিং’ করছেন।

এই ঘটনায় স্তব্ধ ক্রিকেট মহল। তামিমের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’ (COAB)। বিসিবি-র কাছে পাঠানো এক কড়া প্রতিবাদপত্রে তারা জানিয়েছে, “দেশের হয়ে ১৬ বছর খেলা একজন কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয় এবং অপমানজনক। এটি পুরো ক্রিকেট সমাজের জন্য লজ্জার।” একজন দায়িত্বশীল পরিচালকের এমন আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছে কোয়াব। ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের এই টানাপোড়েন এখন স্রেফ মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে রূপ নিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy