এবার থেকে কলকাতার সব দোকান ও শপিং মলে বাংলায় নামফলক লাগানো বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অন্য ভাষায় নাম লেখা থাকলেও, বাংলা ভাষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
কেন এই সিদ্ধান্ত?
শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে একজন কাউন্সিলরের প্রশ্নের জবাবে মেয়র ফিরহাদ হাকিম এই নির্দেশ দেন। তিনি বলেন, কলকাতায় ব্যবসা করতে চাইলে বাংলা ভাষাকে সম্মান জানানো জরুরি। তাই যেসব দোকান বা শপিং মলে শুধু ইংরেজিতে নামফলক রয়েছে, তাদের অবিলম্বে বাংলায় বোর্ড লাগাতে হবে।
কড়া পদক্ষেপ
যদি কোনো দোকান বা শপিং মল এই নির্দেশ না মানে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বাংলায় নামফলক লাগাতে রাজি হবেন না, তাদের ব্যবসার লাইসেন্স আর নতুন করে দেওয়া হবে না। এই নির্দেশ কার্যকর করার জন্য কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে কলকাতা পুরসভা বাংলা ভাষাকে আরও বেশি মর্যাদা দিতে চাইছে।