শারীরিক মিলন আপনার জীবনকে কীভাবে ভালো করে তুলতে পারে জানেন? জানা না থাকলে জেনেনিন

বলা হয়, যাঁরা অনিদ্রা রোগে ভুগছেন, তাঁরা যদি প্রিয়জনের পাশে ঘুমোন, তাহলে ঘুম ভাল হতে সাহায্য করে৷

মনের মানুষের সঙ্গে শয্যা ভাগ করে নেওয়ার একাধিক শারীরিক উপকারিতাও আছে৷ বলা হয়, যাঁরা অনিদ্রা রোগে ভুগছেন, তাঁরা যদি প্রিয়জনের পাশে ঘুমোন, তাহলে ঘুম ভাল হতে সাহায্য করে৷

অনিদ্রা-

প্রিয়জনের সঙ্গে শয্যাভাগ করে নিলে ঘুম তাড়াতাড়ি আসে এবং গাঢ় ঘুম হতে সাহায্য করে৷ ফলে শরীরের অন্যান্য সমস্যাও দূর হয়৷

সার্বিক সুস্বাস্থ্য-

শুধুমাত্র সুনিদ্রায় শেষ হয়ে যায় না প্রিয়জনের সঙ্গে ঘুমনোর সুফল৷ শারীরিক সুস্থতার ক্ষেত্রেও এটি অত্যন্ত ফলপ্রসূ৷

উচ্চরক্তচাপ –

অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বেশি হওয়ায় উচ্চরক্তচাপে সমস্যা কমে৷ তাছাড়া যৌন সম্পর্কের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও জোরদার হয়৷

মানসিক স্বাস্থ্য-

প্রিয়তমর বাহুলগ্না হয়ে ঘুমোলে সুরক্ষা ও নিশ্চিত যত্নের বোধ সঞ্চারিত হয় অবচেতনে৷ মানসিক স্বাস্থ্য এবং আবেগের দিক থেকেও এই বোধ গুরুত্বপূ্র্ণ৷

মানসিক উদ্বেগ-

মনের মানুষের সঙ্গে নিশ্চিত নিদ্রায় প্রশমিত হয় মানসিক উদ্বেগও৷ প্রিয় স্পর্শের আলিঙ্গনে ‘ফিল গুড হরমোন’ সেরোটোনিনের ক্ষরণ হয়৷ ফলে মানসিক উদ্বেগ কমে যায় অনেকটাই৷

সম্পর্কের উন্নতি-

শুধু শারীরিক সুস্থতা নয়৷ একসঙ্গে সুনিদ্রায় পোক্ত হয় সম্পর্কের বাঁধনও৷ সম্পর্কে কোনও তিক্ততা বা ওঠানামা এলে সেটাও দূর হয় ভালবাসার দৃঢ় অথচ কোমল স্পর্শে৷

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy