অনেক সময় ধরে কানে হেডফোন গুঁজে রাখলে মস্তিস্ক সহ কানেরও ভিন্ন ক্ষতি হয়। কিন্তু এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি ? তাই আজকের প্রতিবেদনে এটাই জানানো হবে-
*হেডফোনে কখনওই উচ্চ ভলিয়্যুমে গান বা কোনও কিছু শুনবেন না। এতে কানের পর্দার খুব ক্ষতি হয়। তাই এ বিষয়ে বিশেষ সচেতনতা অবলম্বন করুন।
*গান সোনার হলে কোনো জায়গায় স্ত্রীর ভাবে বসেই গান শুনুন,বিভিন্ন জায়গায় যাতায়াত করার সময় এটা একদমই করবেন না।
*দিনে একটানা আধ ঘণ্টার বেশি হেডফোন ব্যবহার করবেন না।
*যে সংস্থার মোবাইল ব্যবহার করছেন, ঠিক সেই সংস্থার, সেই মডেলটির ইয়ারফোনই ব্যবহার করুন। অনেকেরই অভ্যাস আছে ইয়ারফোন খারাপ হলেই আমরা বাজারচলতি সস্তা ইয়ারফোন কিনে নিই।যা কানের জন্য খুব ক্ষতিকর।তাই সাবধান।