সাবান নয়, গায়ে মাখুন মাটি! কেন এই পরামর্শ দিচ্ছেন ইউরোপের ডাক্তাররা? দেখুন

শরীর পরিষ্কার রাখতে সাবান ব্যবহারের প্রচলন বহুদিনের। ত্বক ভালো রাখা, মসৃণ ও টানটান রাখার জন্য অনেকেই ভরসা রাখেন সাবানের উপর। তবে এবার ইউরোপের ডাক্তাররা দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক নিদান! তাদের পরামর্শ, সাবানের বদলে গায়ে মাখো মাটি।

চিকিৎসকদের বক্তব্য, প্রতিদিন স্নান করা অবশ্যই ভালো অভ্যাস। কিন্তু যে সাবান দিয়ে আমরা ঘষে ঘষে শরীর পরিষ্কার করছি, আপাতদৃষ্টিতে চকচকে হচ্ছি, তা আদতে শরীরের জন্য শুভকর নয়।

বিজ্ঞানীরা বলছেন, সাবান মানেই ক্ষার (অ্যালকালি)। তা কম মাত্রার হোক বা বেশি, রোজ শরীরে ক্ষার লাগলে তা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ভালো নয়। আজ যে সুফল পাওয়া যাচ্ছে, কাল তার কুফল আরও বেশি অনুভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এর বিকল্প হিসেবে ইউরোপের এই ডাক্তারদের পরামর্শ, গায়ে মাটি মাখো। তাদের দাবি, মাটি ত্বককে ভালো রাখবে এবং ভবিষ্যতেও তার স্বাস্থ্য বজায় থাকবে। মাটির চেয়ে ভালো ত্বক পরিচর্যার আর কিছু নেই বলেই মনে করছেন তারা।

তবে প্রশ্ন উঠছে, আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত মানুষজন কি এই পরামর্শ মেনে চলবেন? সাবানের সহজলভ্যতা এবং দীর্ঘদিনের অভ্যাসের বিপরীতে গিয়ে মাটি মাখার প্রথা কতটা জনপ্রিয় হবে, তা সময়ই বলবে। তবে ইউরোপের ডাক্তারদের এই নতুন তত্ত্ব ত্বক পরিচর্যার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। এখন দেখার, এই বিকল্প পদ্ধতি কতটা গ্রহণযোগ্যতা পায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy