পোশাক থেকে চা-কফির দাগ দূর করবেন কিভাবে ভাবছেন? জেনেনিন

চা-কফি পান করতে গিয়ে অসাবধানবশত তা পোশাকে লেগে যায়। যেকোনো কাপড় থেকেই চা বা হলুদের দাগ তোলা বেশ কষ্টসাধ্য। সাদা বা হালকা রঙের পোশাক হলে সেই দাগ তোলা আরও বেশি কষ্টকর হয়ে ওঠে। ঘণ্টাখানেক পর ঘষে ঘষে কাচলেও হলদে-বাদামি রঙের আভাটা রয়েই যায়। জামাকাপড় থেকে সেই দাগ তোলার জন্য শুধুমাত্র সাবান কিংবা ডিটারজেন্টের ওপর ভরসা করা যায় না। বরং ঘরোয়া কিছু কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে এই ধরনের দাগ তোলা সহজ হয়।

বেকিং সোডা

জামা-কাপড়ের গাঢ় দাগ দূর করার সবচেয়ে সাশ্রয়ী জিনিস হলো বেকিং সোডা। এটি কোনো ক্ষতিকর রাসায়নিক নয়। শিশুদের জামাকাপড়ের জন্যও এটি নিরাপদ। তিন টেবিল চামচ বেকিং সোডা জলের সঙ্গে মিশিয়ে নিন। সেই ঘন মিশ্রণ লাগিয়ে রাখুন দাগ লাগা অঞ্চলে। ঘণ্টাখানেক রাখার পর সেই পোশাক ভালো করে কেচে নিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গেছে। বেকিং সোডা দিয়ে কাপড় কাচলে তা বেশ নরমও থাকে।

লেবুর রস

কাপড় থেকে দাগ তুলতে আরেকটি ভালো উপায় লেবুর রস। জলে লেবুর রস মিশিয়ে সেই জল গরম করুন। গরম করার সময় আরও কয়েক কুচি লেবু তাতে যোগ করে নিন। এরপর তাতে লবণ মাখিয়ে ডিটারজেন্টে ধুয়ে নিন। সহজে দাগ উঠবে। তবে লেবুর রসে আছে অ্যাসিটিক অ্যাসিড। যা প্রাকৃতিক ব্লিচের কাজ করে। রঙিন পোশাকে লেবুর রস ছড়িয়ে দিলে তা বিবর্ণ হয়ে যেতে পারে।

সাদা ভিনেগার

বগলের হলুদ ঘামের দাগ এবং গন্ধ দূর করতে, মৃদু দাগ দূর করতে এবং জামাকাপড় সাদা ও উজ্জ্বল রাখতে সাদা ভিনেগার ব্যবহার করতে পারেন। এক কাপ সাদা ভিনেগার জামাকাপড়কে নরম এবং তাজা রাখে। আধ কাপ জলে কিছুটা ভিনেগার যোগ করে মিশ্রণটি দাগের জায়গায় লাগিয়ে রাখুন। ভিনিগারের অ্যাসিডের দাগ শোষণ করার ক্ষমতা প্রবল। এর পর সাধারণ ডিটারজেন্টে দিয়ে পোশাকটি ধুয়ে নিন।

লবণ

পোশাকে রেড ওয়াইনের দাগ দূর করতে লবণ অনেকটাই উপকারী। এক কাপ জলের মধ্যে ২ চা চামচ লবণ এবং লেবুর রস মিশিয়ে নিন। চা-কফির দাগ লাগা অংশটি এই দ্রবণের মধ্যে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। মিনিট দশেক পর সাধারণ ভাবে কেচে ফেলুন। সহজেই দাগ উঠে যাবে।

ট্যালকাম পাউডার ও গুঁড়া সাবান

ট্যালকম পাউডার, বেবি পাউডার, রান্নাঘরের কর্নস্টার্চ বা সাদা চক তৈলাক্ত দাগ শোষণ করতে দারুণ কাজ দেয়। প্রথমেই সাবান জলে ধুতে যাবেন না। তা হলে তেল বা চা-কফির রঙ কিছুতেই উঠবে না। প্রথমেই জায়গাটায় ট্যালকাম পাউডার ঢেলে দিন। শুকনো অবস্থাতেই দাগে বেবি পাউডার, ট্যালকম পাউডার বা কর্নস্টার্চ ছিটিয়ে দিয়ে দিন অথবা সাদা চক দিয়ে জায়গাটি ঘষে নিন। এভাবে মিনিট দশেক রেখে দিলে তেল শুষে যাবে। তারপর একই জায়গায় গুঁড়া সাবান মাখিয়ে রেখে দিন অল্প জল দিয়ে। আধঘণ্টা রেখে তারপর সাবান জলে ধুয়ে ফেলুন। দেখবেন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy